‘আমার জন্য নতুন বছরে নতুন সারপ্রাইজ’

ঢাকাই চলচ্চিত্রের নতুন প্রজন্মের নায়িকা অধরা খান নতুন ২ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। একটি সিনেমার নাম ‘ঠোকর’, অপরটির নাম ‘বাটপার’।
অধরা খান
অধরা খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই চলচ্চিত্রের নতুন প্রজন্মের নায়িকা অধরা খান নতুন ২ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। একটি সিনেমার নাম 'ঠোকর', অপরটির নাম 'বাটপার'।

'ঠোকর' পরিচালনা করবেন মাজহার বাবু। 'বাটপার' পরিচালনা করবেন শফিক হাসান।

অধরা খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার "ঠোকর" ও "বাটপার" ভিন্ন আঙ্গিকের সিনেমা। চ্যালেঞ্জিং চরিত্রে আমাকে দেখা যাবে। নতুন বছরে আমার জন্য নতুন সারপ্রাইজ।'

তিনি আরও বলেন, 'যেমন সিনেমায় কাজ করতে চাই, এই সিনেমা ২টি তেমনই। আশা করছি, একটির শুটিং আগামী মাসে শুরু হবে। আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ হবে।'

অধরা অভিনীত নতুন সিনেমা 'সুলতানপুর' মুক্তির অপেক্ষায় আছে।

Comments