যে কারণে শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে আছেন।
শাকিব খান
শাকিব খান। ফাইল ছবি

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে আছেন।

যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি হলে আগামীকাল ৭ জুলাই মুক্তি পাচ্ছে ঈদের আলোচিত সিনেমা 'প্রিয়তমা'। 

এ কারণে দুদিন আগে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। 

এ বিষয়ে কয়েকদিন আগে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, '৭ জুলাই সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। মুক্তি উপলক্ষে আমিও সেখানে যাচ্ছি। সেখানেই প্রিয়তমা সিনেমাটি দেখব। তবে এবার গিয়ে বেশিদিন থাকব না।'

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট সজীব সপ্তক বলেন, 'কানাডা ও আমেরিকাতে প্রিয়তমা প্রথম সপ্তাহে ৪২টি থিয়েটারে মুক্তি পাচ্ছে। এতোগুলো থিয়েটারে কোনো বাংলাদেশি সিনেমা মুক্তি পাওয়া সত্যি ভালো লাগার মতো ঘটনা।'

শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত 'প্রিয়তমা' সিনেমাটি দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আগামীকাল শুক্রবার থেকে আরও একটি হল বেড়ে ১০৮টি সিনেমাহলে চলবে সিনেমাটি। 

আরশাদ আদনানের প্রযোজনায় প্রিয়তমা সিনেমার কাহিনীকার প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। 

শাকিব ছাড়াও এতে অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবীসহ প্রমুখ। 

Comments