আশা করি দর্শকরা ‘অন্তর্জাল’ সিনেমার সঙ্গে থাকবেন: মিম

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে লাক্স চ্যানেল আই সুপারস্টারখ্যাত অভিনেত্রী মিমের নতুন সিনেমা অন্তর্জাল।
বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

বিদ্যা সিনহা মিম অভিনীত পরাণ সিনেমাটি গত বছরের অন্যতম আলোচিত একটি সিনেমা। 

রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি শুধু দেশে নয়, বিদেশেও ব্যাপক প্রশংসিত হয়েছে। ঢালিউড নায়িকা মিমের ক্যারিয়ারের আলোচিত ও সাড়া জাগানো একটি চলচ্চিত্র পরাণ।

গত বছর তিনি মুক্তিযুদ্ধের গল্পনির্ভর দামাল সিনেমায় অভিনয় করেন, যেটি সব শ্রেণীর দর্শকদের কাছে প্রশংসা পায়।

আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে লাক্স চ্যানেল আই সুপারস্টারখ্যাত অভিনেত্রী মিমের নতুন সিনেমা অন্তর্জাল। এটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন।

মিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ধরনের সিনেমা আগে কখনো হয়নি এদেশে। এটি ভিন্নধর্মী গল্পের সিনেমা। নতুন ভাবনার প্রতি, নতুন গল্পের প্রতি দর্শকদের আগ্রহ ও টান সবসময়ই আছে। অন্তর্জালের প্রতিও থাকবে।'

মিম বলেন, 'অন্তর্জাল বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। দর্শকরা এটি হলে গিয়ে দেখবেন বলে আমার বিশ্বাস।'

সম্প্রতি মিম অভিনীত মিশন হান্টডাউন ওয়েবসিরিজটি প্রচারিত হয়েছে এবং দর্শকরা তার অভিনয়ের প্রশংসা করেছেন। সেই সঙ্গে ওয়েব সিরিজটিরও প্রশংসা করেছেন। 

মিশন হান্টডাউন প্রসঙ্গে মিম বলেন, 'নীরা চরিত্রটি দর্শকদের মনে গেঁথে গেছে এটা বড় প্রাপ্তি। দর্শকদের ভালোবাসাই বড় পাওয়া।'

একটু অবসর পেলেই মিম কোথাও না কোথাও ঘুরতে যান পরিবারের সদস্যদের নিয়ে। এবারও তা করেছেন। সম্প্রতি স্বামী ও পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুরের একটি রিসোর্টে বেশ কয়েকদিন কাটিয়ে ঢাকায় ফিরেছেন।

এ বিষয়ে মিম বলেন, 'ঈদের সময়টা ভালো যায়নি জ্বরের কারণে। জ্বরের জন্য কয়েকদিন ঘরবন্দি ছিলাম। শরীর ভালো হওয়ার পর সবাই মিলে ঘুরতে গেলাম।'

'প্রকৃতি আমাকে খুব টানে। একটু বৃষ্টি, সবুজ প্রকৃতির প্রতি ভালোবাসাটা গভীর। দুটোই খুব টানে,' বলেন তিনি।

মিম আরও বলেন, 'ঘুরতে যেমন ভালো লাগে, সবুজের কাছাকাছি থাকতেও ভালো লাগে। ছুটি পেলেই ঘুরতে যাই পরিবারের সবার সঙ্গে। প্রকৃতি ও বৃষ্টি আমাকে খুব টানে।'

শুধু দেশের সিনেমায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি মিম। ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করেও ওপার বাংলার দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। 

কলকাতার নতুন সিনেমা 'মানুষ' এর শুটিং শেষ করেছেন সম্প্রতি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিত।

এ প্রসঙ্গে মিন বলেন, 'আমার বিশ্বাস "মানুষ" ভালো একটি সিনেমা হবে।

'অন্তর্জাল মুক্তি পাচ্ছে। এটা নিয়েই আমার যত প্রত্যাশা। আমি চাই দর্শকরা অন্তর্জালের সঙ্গে থাকুক,' বলেন তিনি।

 

Comments