বেঞ্চে শুয়ে ছেলে জয়, ফুটপাতে শাকিব খান

শাকিব খান লিখেছেন, ‘আমার বাবাটার সঙ্গে প্রথম ইউএস ট্যুর!’
শাকিব খান
যুক্তরাষ্ট্রের রাস্তায় ছেলে জয়ের সঙ্গে শাকিব খান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাস্তা। পাশে ফুটপাতে বসানো বেঞ্চে চোখ বন্ধ করে শুয়ে আছে ছেলে আব্রাম খান জয়। ঠিক নিচেই ফুটপাতে বসে আছেন শাকিব খান। 

এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছে। বাবা-ছেলের মন ভালো করা এই ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন অনেকে।

আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন শাকিব খান। 

কিছুক্ষণের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে শাকিব খান লিখেছেন, 'আমার বাবাটার সঙ্গে প্রথম ইউএস ট্যুর!'

ভক্তদের অনেকেই প্রতিক্রিয়ায় লিখেছেন, বাবার কাছে সন্তান যে পৃথিবীর সবচেয়ে দামি, সেটা নিমিষেই মনে করে দিয়েছেন। 

শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সঙ্গে আছেন ছেলে আব্রাম খান জয় ও অপু বিশ্বাস। 

তাদের বেশ কিছু ছবি ও ভিডিও এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে।

Comments