‘তুফান’র শুটিংয়ে ভারতে উড়াল শাকিব খানের

sakib khan
শাকিব খান। ছবি: সংগৃহীত

'তুফান' সিনেমার শুটিং করতে ভারতে গেছেন ঢাকার সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

আজ শনিবার সন্ধ্যায় ভারতে যান তিনি। সেখানে সিনেমাটির শুটিং শুরু হবে ১৫ এপ্রিল থেকে, চলবে টানা একমাস।

রায়হান রাফী পরিচালিত 'তুফান' সিনেমাটি ঈদুল আযহায় মুক্তি পাবে।

এ সিনেমায় থাকছেন ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে ভারতের যিশু সেনগুপ্তের।

সিনেমাটির ঘোষণার দিন শাকিব খান বলেছিলেন, 'দুই দেশের বড় তিনটি প্রযোজনা সংস্থা এই সিনেমায় লগ্নি করছে। আমরা একটি স্বপ্ন নিয়েই যৌথভাবে এগুচ্ছি—সেটা হলো বাংলাদেশের সিনেমা নিয়ে বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর।'

তিনি বলেন, 'আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশ কোটি টাকার ব্যবসা করবে। হতে পারে তুফান আমাদের সেই সুযোগ এনে দেবে।'

'তুফান' সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আলফা আই, ভারতের এসভিএফ এবং চরকি।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago