একসঙ্গে 'তুফান' দেখলেন শাকিব-চঞ্চল-শুভ

একসঙ্গে 'তুফান' দেখলেন শাকিব-চঞ্চল-শুভ। ছবি: সংগৃহীত
একসঙ্গে 'তুফান' দেখলেন শাকিব-চঞ্চল-শুভ। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত 'তুফান' সিনেমার স্পেশাল স্ক্রিনিং ছিল রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সে। সেখানে হাজির হয়েছিলেন শাকিব খান। আরো ছিলেন চঞ্চল চৌধুরী ও নাবিলা, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদোয়ান রনি, মহেন্দ্র সোনি ও পরিচালক রায়হান রাফী।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নায়ক আরিফিন শুভ, আজিজুল হাকিম, বিন্দু, ঐশী, রোশান, রুনা খানসহ আরো অনেকেই।

একসঙ্গে 'তুফান' দেখলেন শাকিব-চঞ্চল-শুভ। ছবি: সংগৃহীত
একসঙ্গে 'তুফান' দেখলেন শাকিব-চঞ্চল-শুভ। ছবি: সংগৃহীত

মিরপুরের সনি সিনেপ্লেক্সে হাজির হয়ে শাকিব খান পুরো সিনেমা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে।

সেখানে শাকিব খান বলেন, 'ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছে তাতে বুঝতে আর বাকি নেই এই সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার ফ্যামিলি মেম্বাররাও বলছে তারা টিকেট পাচ্ছে না। দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।'

'তুফান' সিনেমার প্রযোজকের উদ্দেশ্যে মজা করে শাকিব খান বলেন, 'আমি আগেই বলেছিলাম "তুফান" ১০০ কোটি টাকার ব্যবসা করলে আমি লাভের ২৫ শতাংশ পাবো! তুফান সমগ্র ভারতজুড়ে মুক্তি পাচ্ছে, আবার আন্তর্জাতিক বাজারেও মুক্তি পাচ্ছে। তাই আরও ১০০ কোটি টাকার ব্যবসা করলে আমার মোট পারিশ্রমিক হবে ৫০ কোটি টাকা!'

একসঙ্গে 'তুফান' দেখলেন শাকিব-চঞ্চল-শুভ। ছবি: সংগৃহীত

ঈদুল আযহায় দেশের ১২৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে 'তুফান'। স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে প্রতিদিন ৫৫টি করে শো প্রদর্শিত হচ্ছে, যা স্টার সিনেপ্লেক্সের ২০ বছরের ইতিহাসে একটি নতুন রেকর্ড। এছাড়া, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে হলেও প্রতিদিন ১৪টির বেশি শো দেখানো হচ্ছে।

'তুফান' সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা।

আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিও লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি এবং আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটর এসভিএফ।

 

Comments

The Daily Star  | English
soybean oil price

Soybean oil prices hiked by Tk 14 per litre

The decision came following a review meeting at the secretariat on the import and supply of edible oil.

18m ago