অপেক্ষা করছি ভালো কিছু সিনেমার জন্য: দোয়েল

দিলরুবা দোয়েল। ছবি: সংগৃহীত

দিলরুবা দোয়েল ঢাকাই সিনেমার নতুন জেনারেশনের নায়িকা। গত বছর তার অভিনীত দুটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। শুক্রবার মুক্তি পেয়েছে দোয়েল অভিনীত নতুন সিনেমা 'পটু'। এই সিনেমায় জমেলা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

'পটু' সিনেমা সম্পর্কে দোয়েল বলেন, 'সিনেমাটি পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। চমৎকার একটি গল্পে ও চরিত্রে আমাকে যুক্ত করার জন্য পরিচালকে ধন্যবাদ জানাই।'

দর্শকদের উদ্দেশে দোয়েল বলেন, 'আপনারা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখুন। ভালো সিনেমার সঙ্গে থাকুন।'

সিনেমায় ননগ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে দোয়েলকে। তিনি বলেন, 'জমেলা খুব চ্যালেঞ্জিং চরিত্র। অভিনয় করার শতভাগ সুযোগ পেয়েছি, মন দিয়ে চরিত্রটি করেছি। দর্শকরা দেখতে পারবেন আমি ঠকতে ঠকতে কেমন হয়ে যাই। আমাকে মিসইউজ করা হয়।'

'পটু' সিনেমার শুটিং হয়েছে রাজশাহীতে, চরাঞ্চলে। অনেকটা সীমান্ত এলাকার গল্প। চরখানপুর এলাকায় অনেকগুলো দৃশ্য ধারণের কাজ হয়েছে।

সিনেমাটি নিয়ে প্রত্যাশা সম্পর্কে দোয়েল বলেন, 'দেশের সিনেমা নিয়ে সবসময় ইতিবাচক প্রত্যাশা করি। এই সিনেমা নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক ভালো কনটেন্ট চায়। এখানে তা আছে।'

শাহরিয়ার পরিচালিত 'নিঃশব্দে' সিনেমায় অভিনয় করেছেন দোয়েল। এই সিনেমার বিষয়ে তিনি বলেন, 'সিনেমার ৯০ ভাগ শুটিং শেষ। গ্ল্যামারাস হিসেবে দর্শকরা আমাকে দেখতে পারবেন।'

দোয়েল জানান, নতুন আরেকটি সিনেমা নিয়ে কথা চলছে। চলতি মাসেই সব চূড়ান্ত হবে।

তিনি বলেন, 'সিনেমা নিয়ে অনেক স্বপ্ন দেখি। ইতিবাচক স্বপ্ন দেখি। ভালো কিছু সিনেমা করতে চাই, যাতে দর্শক আমাকে মনে রাখে। অপেক্ষা করছি ভালো কিছু সিনেমার জন্য। আশা করছি স্বপ্ন পূরণ হবে।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago