ছোটবেলার ক্রাশ এখন আমার নায়ক: মন্দিরা চক্রবর্তী

একটি মাত্র সিনেমা দিয়ে দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন মন্দিরা চক্রবর্তী। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'কাজলরেখা' তার অভিনীত প্রথম সিনেমা।
আগামী ঈদে আসছে তার দ্বিতীয় সিনেমা 'নীলচক্র'। মিঠু খানের পরিচালনায় সিনেমাটিতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ।
নতুন এই সিনেমা বিষয়ে মন্দিরা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আশা করছি সামনের ঈদে সিনেমাটি মুক্তি পাবে। সেভাবেই প্রস্তুতি চলছে।'
'নীলচক্র' নিয়ে বেশ আশাবাদী মন্দিরা। কারণ জানতে চাইলে বলেন, '"নীলচক্র" এই সময়ের গল্প, এই জেনারেশনের গল্প। নতুন জেনারেশন গল্পটা পছন্দ করবে। গল্পটাও শক্তিশালী। এ জন্যই অনেক বেশি প্রত্যাশা।'
সিনেমার পরিচালক মিঠু খান সম্পর্কে তার মন্তব্য, 'তার কাজের মধ্যে ভিন্নতা আছে। দর্শকদের চাহিদা বুঝতে পারেন।'
প্রথমবারের মতো আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন মন্দিরা। নায়ক সম্পর্কে জিজ্ঞাসা করতেই বললেন, 'আমি যখন খুব ছোট, সেই সময় তার সিনেমা দেখেছি। তার ভক্ত তখন থেকেই। বলতে পারেন, তখন থেকেই আরিফিন শুভ আমার ক্রাশ। তাকে নায়ক হিসেবে পেয়ে ভালো লেগেছে।'
শুটিংয়ের সময় আরিফিন শুভ জানতেন, তিনি আপনার ছোটবেলার ক্রাশ? প্রশ্ন শুনে হাসতে হাসতে মন্দিরা বলেন, 'না, তাকে বলিনি। তবে তিনি জেনেছেন। যেভাবেই হোক জেনেছেন।'

মায়ের আগ্রহেই শোবিজে মন্দিরার পথচলা শুরু নাচ দিয়ে। তার ভাষায়, 'আমার মা নৃত্যশিল্পী ছিলেন। মায়ের হাত ধরে নাচ করতে আসি। মায়ের ইচ্ছাতেই নায়িকা হয়েছি।'
'মা খুব করে চাইতেন, উৎসাহ দিতেন। কলকাতায় আত্মীয়রা আছেন—তারাও চাইতেন। এভাবেই আমার নায়িকা হওয়া,' বলেন মন্দিরা।
জানান, অনেক বেশি কাজ না করে বেছে বেছে ভালো কাজ করতে চান। টিকে থাকতে চান সিনেমা দিয়েই।
নতুন আর কোনো সিনেমার খবর দেবেন কি না—জানতে চাইলে বলেন, 'কথা চলছে। আশা করি সামনে সুখবর দিতে পারব।'
Comments