রাজনৈতিক সার্কাস চলছে, এটার ভিউ বেশি: গিয়াস উদ্দিন সেলিম

গিয়াস উদ্দিন সেলিম। ছবি: সংগৃহীত

সাড়া জাগানো সিনেমা 'মনপুরা' দিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। এরপর পরিচালনা করেছেন 'পাপপূণ্য', 'স্বপ্নজাল', 'কাজলরেখা'।

সম্প্রতি নানা বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে আড্ডায় মেতেছিলেন দেশ ও বিদেশে পুরস্কার ও সম্মান পাওয়া এই পরিচালক।

গিয়াস উদ্দিন সেলিম
গিয়াস উদ্দিন সেলিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

ঈদ ছাড়া কী সিনেমা হবে না—সম্প্রতি এমন পোস্ট দিয়েছেন ফেসবুকে। আসলেই কী দেশের সিনেমা ঈদকেন্দ্রিক হয়ে যাচ্ছে?

এই প্রশ্ন আমারও। সেসব সিনেমার ঘোষণা আসছে, তার বেশিভাগই ঈদকেন্দ্রিক। সিনেমা কেন শুধু ঈদকেন্দ্রিক হবে? সিনেমা হবে সারাবছর। তাহলে হল মালিকরা ভালো থাকবেন, প্রযোজকরা ভালো থাকবেন এবং দর্শকরা ভালো সিনেমা পাবেন বছরজুড়ে।

সমাধানের পথটা কী?

গত ৫০ বছরে কোনো সরকারই সিনেমার জন্য সেভাবে কিছু করেনি। সংস্কৃতি একটি দেশের জন্য খুবই দরকার। সংস্কৃতি একটি দেশের প্রাণ। কিন্তু, এটা নিয়ে কারো মাথাব্যাথা নেই। দেশের উন্নয়নের জন্য আর যা যা দরকার সেগুলো নিশ্চই করবে, কিন্তু সংস্কৃতিকে বাদ দিয়ে নয়।

সংস্কৃতির জন্য বাজেট বরাদ্দ খুবই কম থাকে। দেশের শিল্পকলা একাডেমির জন্য ১০০ কোটি টাকা বাজেট। ২০ কোটি মানুষের জন্য আরও বেশি বরাদ্দ দরকার।

সরকারি অনুদানের সিনেমা নিয়ে আপনার মন্তব্য কী?

সিনেমা দেখে তথ্য মন্ত্রণালয়। তারা অনুদান দিয়েই খালাস। বছরে ১০-১২ কোটি টাকার অনুদান দিচ্ছে। চার-পাঁচ বছর ধরে বলে আসছি, ৬৪ জেলায় ৬৪টি মাল্টিপ্লেক্স করার জন্য। কাজ হচ্ছে না। এটার জন্য কত টাকা আর খরচ হবে? বড়জোর ৩০০ কোটি টাকা?

সিনেমা হল ও কালচারাল বাজেট বাড়িয়ে দেওয়া হোক। এটা যে কোনো সরকারের জন্য সিম্পল বাজেট। জটিল কাজ না। তারপর সরকার সেগুলো ইজারা দিতে পারে, কিংবা নিজেরাও দেখাশোনা করতে পারে।

এখন দেশকে সংস্কৃতিবান্ধব করবে কি না, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। অনেকবার বলেছি। কবে হবে জানি না। তবে, এটা দরকার।

নতুন সিনেমা নির্মাণের কোনো পরিকল্পনা আছে?

গত এক বছরে ৮৫ থেকে ৯০ ভাগ কাজ কমে গেছে। কাজ খুবই কম হচ্ছে। বেশি কাজ হতো টেলিভিশনের ও ইউটিউবের জন্য। দুটোতেই দর্শক বেশি ছিল। এখন বিজ্ঞাপণদাতাদের আগ্রহ কমে গেছে। ভিউ হচ্ছে অন্যখানে। মানুষ রাজনৈতিক কথা বেশি শুনছে। কারণ, রাজনৈতিক সার্কাস চলছে। এটার ভিউ বেশি। সেজন্য কাজও কম হচ্ছে।

অনেকেই বলছেন দেশে মব কালচার চলছে। আপনিও তাই মনে করেন?

সম্প্রতি গণমাধ্যম থেকে জেনেছি, কিছু ছেলে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ে এবং তাদের আদালতে নেওয়ার পর হামলার শিকার হতে হয়। তখন আমি ফেসবুকে লিখেছিলাম—ইট ও পাটকেল দুটোই বন্ধ হোক। কেননা, মব একটা দেশের কালচার হতে পারে না? দেশে আইন আছে, আদালত আছে, পুলিশ আছে। কাজেই মব চলতে পারে না। এটা ভালো কিছু না।

আজও মানুষ আগ্রহ ভরে 'মনপুরা' দেখেন। বিষয়টি কেমন লাগে?

'মনপুরা' মৌলিক গল্পের সিনেমা, আমাদের সিনেমা, বাংলাদেশের সিনেমা। সব দর্শক মনপুরাকে আপন করে নিয়েছিলেন। ভালো তো লাগেই, যখন দর্শকরা 'মনপুরা'র কথা বলেন।

'স্বপ্নজাল' সিনেমাটিও ইউটিউবে দর্শক ভালো দেখছেন। এই সিনেমার কথাও বলেন। দর্শকদের প্রতি ভালোবাসা।

Comments

The Daily Star  | English
AI-manipulated image of Shahbagh engineering students’ protest, DMP claims

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

4h ago