আসছে ‘উইশ কার্ড’

'উইশ কার্ড' নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

জাকারিয়া সৌখিন নির্মিত নতুন নাটক 'উইশ কার্ড' মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট। 

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা।

ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক। 

ইয়াশ রোহান বলেন, 'নির্মাতা প্রতিটি দৃশ্যে ধরে ধরে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। দর্শক খুব পছন্দ করবে আশা করি।'

নাজনীন নীহা বলেন, 'পরিচালকের সঙ্গে আমার এটি চতুর্থ নাটক। এর আগে আমাদের মনদুয়ারী, মেঘবালিকা, লাভ রেইন দর্শক খুব পছন্দ করেছিল। আশা করি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবে। কারণ পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে নাটকে'। 

'উইশ কার্ড' নাটকে একটি গান রয়েছে। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার।

Comments