শেখার শেষ নেই, আরও শিখতে চাই: তটিনী

তানজিম সাইয়ারা তটিনী এই প্রজন্মের অভিনয়শিল্পী। ভালো ভালো কাজ দিয়ে অল্পসময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে শুটিং নিয়েই তার যত ব্যস্ততা। আগামী মাসে শুটিং করবেন ওটিটিতে।
গত মঙ্গলবার রাজধানীতে একটি এক ঘণ্টার নাটকের শুটিং করছিলেন তটিনী। তার বিপরীতে ছিলেন অপূর্ব। তটিনীর কাছে জানতে চাই, সহশিল্পী হিসেবে অপূর্ব কেমন?
জবাবে তিনি বলেন, 'অপূর্ব ভাই সহশিল্পী হিসেবে ভীষণ সাপোর্টিভ। খুব সহযোগিতা করেন। তার সঙ্গে অনেক নাটক করেছি এবং দর্শকদের ভালোবাসা পেয়েছি।'
নতুন নাটকের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, 'এই নাটকে আমার চরিত্রটি বেশ চটপটে, বেশ চঞ্চল। নতুনত্ব আছে। চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক দর্শকরা কতটা গ্রহণ করেন।'
নতুন এই নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি।
এ ছাড়াও, সম্প্রতি শিহাব শাহীন পরিচালিত 'ক্যাপিটাল অ্যাপার্টমেন্ট' নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন তটিনী। এই নাটকে তার বিপরীতে আছেন তৌসিফ মাহবুব। ৯০ দশকের গল্প উঠে এসেছে এই নাটকে।
এ বিষয়ে তটিনী বলেন, 'একটা সময় এ দেশে পত্র মিতালি ছিল। শিহাব শাহীন ভাইয়ের নাটকে এই বিষয়টি আছে। খুব ভালো একটি গল্প। আমার জন্য চ্যালেঞ্জ ছিল। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শেখা যায়।'
অপর এক প্রশ্নের জবাবে তটিনী বলেন, 'আশা করছি সেপ্টেম্বরে শিহাব শাহীন ভাইয়ের পরিচালনায় ওটিটির জন্য একটি কাজ করব।'
সিনেমাওয়ালার ব্যানারে একটি নাটকের শুটিংও শেষ করেছেন তটিনী। ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধেছেন। নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে নাটকটি আশ্রমের গল্প নিয়ে।

তটিনী বলেন, 'মেয়েটি আশ্রমে বড় হয়। তার জীবনের নানা গল্প। নিজের বলতে তার কেউ নেই। নাটকের গল্প দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।'
ইয়াশ রোহানের সঙ্গে জুটি গড়ে ওঠার বিষয়ে তটিনী বলেন, 'জুটিপ্রথা দর্শকরা বানায়, এটা শিল্পীর জন্য প্লাস পয়েন্ট। তবে জুটি বানানো বেশ কঠিন। আমাদের কিছু কাজ দর্শকরা গ্রহণ করেছেন। আরও অনেকের বিপরীতেই অভিনয় করেছি। সেসব নাটকও দর্শকপ্রিয়তা পেয়েছে।'
অল্প কয়েক বছরের ক্যারিয়ারে অনেকগুলো নাটকে অভিনয় করলেও বড়পর্দায় এখনো অভিষেক ঘটেনি তটিনীর।
এ বিষয়ে তিনি বলেন, 'এখন মন দিয়ে নাটকই করতে চাই। হুট করে কোনো সিদ্ধান্ত নেব না। কেননা ভালো গল্প, ভালো চরিত্র, ভালো পরিচালক পেতে হবে। অনেক চিন্তাভাবনা আছে। তারপর সব ঠিক করব। কিন্তু ইচ্ছে তো সবার মতো আমারও আছে।'
প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়, তটিনী থেকে অন্য একজন হয়ে ওঠার বিষয়ে তিনি বলেন, 'এটা ভালো লাগে। কেননা আমি যা নই পর্দায় তাই হচ্ছি। নানারকম মানুষের চরিত্র হয়ে উঠছি। তবে বিশ্বাসযোগ্য চরিত্র হয়ে উঠতে চাই। দর্শকরা যেন অনেক দিন মনে রাখেন। যেন তাদের আরও ভালোবাসা পেতে পারি।'
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অভিনয়ে শেখার শেষ নেই, আরও শিখতে চাই। যত শিখতে পারব আমার জন্য তত ভালো। আরও ভালো কিছু করতে পারব।'
সবশেষে তটিনী বলেন, 'এখন প্রতিদিন শুটিং না থাকলে ভালো লাগে না। অভ্যাস হয়ে গেছে। বরং প্রতিদিন শুটিং থাকলেই ভালো লাগে।'
Comments