অ্যামাজন প্রাইমে বাংলাদেশের ‘দেহ স্টেশন’

বাংলাদেশি নির্মাতা আহমেদ তাহসিন শামসের ‘দেহ স্টেশন’ চলচ্চিত্র সম্প্রতি আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে।
দেহ স্টেশন

বাংলাদেশি নির্মাতা আহমেদ তাহসিন শামসের 'দেহ স্টেশন' চলচ্চিত্র সম্প্রতি আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে।

গত জুলাই থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দর্শকরা চলচ্চিত্রটি দেখতে পাচ্ছেন। শিগগির বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

'দেহ স্টেশন' এ অভিনয় করেছেন কলকাতার মৌমিতা মিত্র, শাহাদাত হোসাইন, প্রয়াত এসএম মহসিন, হোসাইন মোহাম্মদ বেলাল, আহমেদ রানা, মোহাম্মদ ইকবাল হোসাইন, ফারহানা ইভা, সৈকত সিদ্দিকীসহ অনেকে।

চলচ্চিত্রটিতে মূলত এক যৌনকর্মীর জীবন সংগ্রামের মধ্যেও 'সুন্দর ভবিষ্যতের যাত্রা' তুলে ধরা হয়েছে।

২০১১ সালে আহমেদ তাহসিন শামসের টেলিফিল্ম 'শূন্যের আবৃত্তি' মুক্তি পেয়েছিল। 'দেহ স্টেশন' তার দ্বিতীয় নির্মাণ। তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য 'আরশিনগর' তৈরি করেছেন।

Comments