টিভি ও সিনেমা

‘পরাণ’ মুক্তির ৩৯ দিনেও বাড়ছে হলের সংখ্যা

‘পরাণ’ সিনেমা মুক্তি পেয়েছে গত ১০ জুলাই। মুক্তির পর থেকেই বাড়তে শুরু করে দর্শকপ্রিয়তা। হাউজফুল, টিকিট না পাওয়া, অগ্রিম টিকিট বিক্রি হওয়া- এসব ছিল নিয়মিত ঘটনা। 
'পরাণ' সিনেমায় বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। ছবি: সংগৃহীত

'পরাণ' সিনেমা মুক্তি পেয়েছে গত ১০ জুলাই। মুক্তির পর থেকেই বাড়তে শুরু করে দর্শকপ্রিয়তা। হাউজফুল, টিকিট না পাওয়া, অগ্রিম টিকিট বিক্রি হওয়া- এসব ছিল নিয়মিত ঘটনা। 

এ ছাড়া একাধিকবার 'পরাণ' দেখেছেন এমন দর্শকের দেখাও মিলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

'পরাণ' মুক্তির ৩৮ দিন আজ। ঢাকাসহ দেশের ৩৩টি এখনো চলছে সিনেমাটি। আগামীকাল হবে 'পরাণ' মুক্তির ৩৯ দিন। হল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯টিতে। 

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির পরিচালক ইয়াসির আরাফাত আজ বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, 'সফলতার সঙ্গে পরাণ চলছে এখনো। এটাই বড় সাকসেস। আগামীকাল ৬টি হল সংখ্যা বাড়ছে।'

তিনি আরও বলেন, 'পরাণ মুক্তির ৩৯ দিনে মোট হল সংখ্যা হবে ৩৯টি।'

ইতোমধ্যে পরাণ মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়াতে। শিগরিগই মুক্তি পাবে ইউরোপের ৩টি দেশে। এ ছাড়া আমেরিকা ও মধ্যপ্রাচ্যেও মুক্তির মিছিলে রয়েছে 'পরাণ'।

রায়হান রাফী পরিচালিত 'পরাণ' সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী প্রমুখ।

 

Comments