সিনিয়রকে অমান্য করে বাকের ভাইয়ের অভিনয় দেখতে যাই: রিয়াজ

নায়ক রিয়াজ অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন। ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি তার অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কৃষ্ণপক্ষ’। এরপর কেটে গেছে প্রায় সাড়ে ৬ বছর। আসছে ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি।
ছবি: সংগৃহীত

নায়ক রিয়াজ অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন। ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি তার অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'কৃষ্ণপক্ষ'। এরপর কেটে গেছে প্রায় সাড়ে ৬ বছর। আসছে ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দীপংকর দীপন পরিচালিত 'অপারেশন সুন্দরবন' সিনেমাটি।

সম্প্রতি এই সিনেমার এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন। তাকে দেখে 'কোথাও কেউ নাই' নাটকের শেষ পর্বের বাকের ভাইয়ের অভিনয় দেখার কথা স্মরণ করেন চিত্রনায়ক রিয়াজ।

ছবি: সংগৃহীত

তিনি বলেন, আমার জীবনের গল্প এটা। বিমানবাহিনীতে থাকার সময় সিলেট শমসেরনগর জঙ্গল সারভাইভাল কোর্স করছিলাম। ৭ দিন কোনো খাবার, পানি ছাড়া জঙ্গলের মধ্যে থাকতে হবে। আর ৪০ কিলোমিটার দূরে আরেকটা জায়গায় যাওয়ার পর হেলিকপ্টার সাহায্য করবে।

সেই সময় 'কোথাও কেউ নাই' নাটকের শেষ পর্ব চলছিল। আমি সেই নাটকের শেষ পর্ব দেখার জন্য আমার সিনিয়রের কাছে আবেদন জানাই। কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। একটা সময় তাকে অমান্য করে আমরা বাকের ভাইয়ের অভিনয় দেখার জন্য চলে যাই। সেই কারণে বিমানবাহিনী থেকে আমি আজ এখন এখানে।'

'অপারেশন সুন্দরবন' সিনেমায় অভিনয় করেছেন নায়ক রিয়াজ, সিয়াম, রোশান, মনোজ প্রামাণিক, নুসরাত ফারিয়া, দর্শনা বণিকসহ অনেকেই।

Comments