প্রেম আছে বলে গুঞ্জনও আছে, প্রেম তো খারাপ না: তমা মীর্জা

ছবি তমা মীর্জার ফেসবুক থেকে নেওয়া

'নদীজন' সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তমা মীর্জা। হাতে আছে ৩টি ওয়েব ফিল্ম। সম্প্রতি 'খাঁচার ভিতর অচিন পাখি' ওয়েব ফিল্মের জন্য পেয়েছেন 'ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১'।

এই অভিনেত্রী বর্তামানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। সেখানে থেকেই কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

ওয়েব ফিল্মে আপনাকে বেশি সরব দেখা যাচ্ছে...

আমার হাতে যে কয়টি ওয়েব ফিল্ম আছে, আগামী ৩ বছর শুটিং করতে পারব। খাঁচার ভিতর অচিন পাখি ও সাত নম্বর ফ্লোর প্রচার হওয়ার পর ওয়েব ফিল্মের অফার বেশি পাচ্ছি। গত ৩ মাসে আমার কাছে ২০টি ওয়েব ফিল্মের অফার এসেছে। এটাকে আমি ইতিবাচকভাবেই দেখছি। এখন ওয়েব ফিল্মেই বেশি সময় দেব। কারণ, এখানে অভিনয়ের সুযোগ আছে।

ছবি তমা মীর্জার ফেসবুক থেকে নেওয়া

২০টি ওয়েব ফিল্মের অফারের কতগুলো হাতে নিয়েছেন?

বেছে বেছে কাজ করতে চাই। মনের মতো না হলে কাজ করব না। একটু ভিন্নধর্মী, অফট্রাকের কাজ টানে বেশি। গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসেছি। আমার চাওয়া থাকে, দর্শক যেন আমার কাজটি নিয়ে কথা বলেন, প্রশংসা করেন, আলোচনা করেন। খাঁচার ভিতর অচিন পাখি কিংবা সাত নম্বর ফ্লোর নিয়ে অনেক আলোচনা হয়েছে।

দর্শকের প্রত্যাশা কি বেড়ে গেছে?

অবশ্যই। এটা আমি বুঝতে পারছি। দর্শক আমার কাছে ভালো কিছু চায়, ভিন্ন কিছু চায়। অনেকেই আমাকে তাদের চাওয়ার কথা ও প্রত্যাশার কথা বলেন। এটা আমার ভালো লাগে, আমাকে ভাবায়। দর্শকদের সেই প্রত্যাশাকে মূল্য দিতে চাই।

ছবি তমা মীর্জার ফেসবুক থেকে নেওয়া

শুটিং?

আগামী মাসে রায়হান রাফীর পরিচালনায় একটি ওয়েব ফিল্মের শুটিং করব। এরপর অংশুর পরিচালনায় করব আরও একটি।

মূলধারার সিনেমায় অভিনয় করবেন না?

অবশ্যই করব। 'ফ্রম বাংলাদেশ' সিনেমায় সর্বশেষ অভিনয় করেছি। এটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। তার পরিচালনায় 'নদীজন' সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। সিনেমা দিয়েই আমার পরিচিতি এসেছে, মানুষের ভালোবাসা পেয়েছি।

ছবি তমা মীর্জার ফেসবুক থেকে নেওয়া

সম্প্রতি ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১ পেয়েছেন...

মনোনয়ন পাওয়ার পর খুব ভালো লেগেছিল। তিশা, ফারিন, রুনা খানসহ যারা মনোনয়ন পেয়েছিলেন তাদের সঙ্গে নিজের নামটি দেখে খুশি হয়েছি। পুরস্কার পাওয়ার পর মনে হয়েছে এটি আমার ক্যারিয়ারের বড় একটি পাওয়া। দ্য ডেইলি স্টার একটি ভালো উদ্যোগ নিয়েছে।

ছবি তমা মীর্জার ফেসবুক থেকে নেওয়া

শোনা যাচ্ছে আপনি নতুন করে প্রেমে পড়ছেন?

আপাতত অভিনয়ের সঙ্গে প্রেম করতে চাই। দর্শকের সঙ্গে প্রেম করতে চাই। এখন শুধু অভিনয় আর অভিনয়, আর কিছু নয়। আর প্রেমের গুঞ্জন তো হতেই পারে। প্রেম আছে বলে গুঞ্জনও আছে। প্রেম তো খারাপ না।

ছুটি কেমন কাটছে?

ছুটি সব সময়ই ভালো কাটে। এখন দেশের বাইরে আছি। তবে, দেশের ভেতরেই বেশি ভালো লাগে। আমার কাছে  ছুটি কাটানোর জন্য সবচেয়ে ভালো জায়গা মনে হয় গ্রামের বাড়ি।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

9h ago