হুমায়ূন সাধুর জন্য কাঁদলেন জয়া আহসান

ছবি: সংগৃহীত

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় জয়া আহসান নিজের মা ও বোনকে সঙ্গে নিয়ে 'বিউটি সার্কাস'-এর প্রথম শো দেখতে যান। শো শুরুর পর দেখা যায় দর্শকে পরিপূর্ণ সিনেমাহল। 

জয়া আহসান সিনেমা হলে নিজের সিনেমা দেখে দর্শকের করতালিতে যেমন উচ্ছ্বসিত হন, তেমনি নীরবে কেঁদেছেন। পর্দায় যখন হুমায়ূন সাধুর মৃত্যু হয় তারপরে কেঁদে চোখ ভিজিয়েছেন বারবার। সিনেমা হলে জয়ার এমন মন খারাপের দৃশ্য নজরে এসেছে অনেকের। 

২০১৯ সালের ২৫ অক্টোবর মারা যান নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু। 'বিউটি সার্কাস' তার অভিনীত সবশেষ সিনেমা। 

জয়া আহসান বলেন, 'আমার ভাইটা আমার সিনেমাটা দেখে যেতে পারল না। কী সুন্দর অভিনয় করেছে। এমন অভিনেতাকে আমি সব সময় মিস করব। আমরা অনেক আনন্দ করে শুটিং করেছি। এই আনন্দ এখন মন খারাপ করে দেয়। এত ভালো একজন অভিনেতা। নিজের প্রথম সিনেমাটি দেখে যেতে পারল না।' 

দেশের ১৯টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে 'বিউটি সার্কাস' সিনেমাটি। বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন  মাহমুদ দিদার। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চিসহ অনেকেই।

 

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

5h ago