জয়ার ‘ডিয়ার মা’ রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র-কানাডায়

"ডিয়ার মা" সিনেমার একটি পোস্টার। ছবি: সংগৃহীত

অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত 'ডিয়ার মা' সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। 

মাত্র ৩ দিনে প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং মুক্তির প্রথম দিনের আয় ১১ হাজার ১০০ ডলার। 

এর আগে কলকাতার কোনো চলচ্চিত্র এত অল্প সময়ে এই আয় করতে পারেনি। 

ছবিটির বিপণন প্রতিষ্ঠান বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, 'একটা ভালো গল্পের সিনেমা সবসময় দর্শকদের মন জয় করে। সেক্ষেত্রে "ডিয়ার মা" দেখার পর একজন দর্শকও মুগ্ধতা ছাড়া কথা বলেননি। এটাই অনিরুদ্ধ রায়ের ছবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য।'

তিনি আরও বলেন, 'আমি মনে করি বাংলা ভাষার যেকোনো চলচ্চিত্রের সাফল্য মানে বাংলা নিয়ে কাজ করা প্রতিটি শিল্পীর জয়। কারণ পরবর্তী যে কোনো কাজে তিনি এই সাফল্যেরই লিগ্যাসি বহন করেন।'

জয়া আহসান বলেন, 'এই সিনেমার নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তাই তার মুভিগুলো পারিবারিক এবং মনস্তাত্ত্বিক। পরিবার নিয়ে ছবি দেখার কথা আমরা সব ছবির ক্ষেত্রে বলতে পারি না। "ডিয়ার মা" সিনেমাটির বিশেষত্ব এটাই। এটা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা।'

উল্লেখ্য, অন্তহীন, অনুরণন, পিংকখ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী দীর্ঘ প্রায় ১০ বছর পর কোনো বাংলা ছবি নির্মাণ করলেন। 

Comments

The Daily Star  | English

We’re now ready to hand over power to elected representatives

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the interim government is prepared to transfer power to an elected administration.

1h ago