‘তাণ্ডব’–এর পূর্বাভাসে শাকিব খানের সঙ্গে দেখা দিলেন জয়া আহসান

ছবি: সংগৃহীত

চলে এসেছে শাকিব খান অভিনীত 'তাণ্ডব' সিনেমার পূর্বাভাস (ফোরকাস্ট)। ১ মিনিট ৪১ সেকেন্ডের এই টিজার বা পূর্বাভাসের প্রথমাংশে এভাবেই দেওয়া হলো সতর্কবার্তা।

আজ রোববার দিনের প্রথমার্ধে প্রকাশ পেয়েছে আসন্ন কোরবানির ঈদের প্রতীক্ষিত সিনেমা 'তাণ্ডব'-এর পূর্বাভাস। এটি রায়হান রাফির সঙ্গে শাকিব খানের দ্বিতীয় কাজ। তাদের প্রথম আভাস পাওয়া গিয়েছিল ফার্স্ট লুক পোস্টারে। ভক্ত-দর্শকদের চমকে দেন শাকিব খান। সেই চমকের মাত্রা এবার বহু গুণে বাড়িয়ে দিয়েছেন রায়হান রাফি।

পূর্বাভাসে দেখা গেছে নন্দিত অভিনেত্রী জয়া আহসানকে। হঠাৎ অস্ত্র হাতে তার উপস্থিতি দেখে অনেকেই অবাক হতে পারেন। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে এক ধরনের রহস্যময়তা ধরে রেখেছেন জয়া আহসান।

টিজারের বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক বা বানরের মুখোশ। শাকিব খানসহ অনেককেই এই মাস্ক পরা অবস্থায় দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে মূল সিনেমায়। এ বিষয়ে কোনো ইঙ্গিত দেননি পরিচালক।

নির্মাতা রায়হান রাফি বলেন, 'এটাকে আমরা ফোরকাস্ট বা পূর্বাভাস বলছি। কারণ প্রকৃতিতে 'তাণ্ডব' উঠতে যাচ্ছে। 'তাণ্ডব'-এর সঙ্গে পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানানসই। এবারের কাজটাও এমনভাবে করতে চেয়েছি যা দেশের সিনেমায় আগে কেউ দেখেনি। দর্শকদের ভালো কিছু দেওয়ার প্রত্যয় সবসময় থাকে। এবারও দর্শকরা সেই নতুন কিছু পাবেন।'

'তাণ্ডব' সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে 'দীপ্ত'।

Comments

The Daily Star  | English

Primary Schools: Dropouts up after 14 years of decline

In a setback for the country’s primary education system, the school dropout rate saw a sudden rise last year after a steady decline over 14 years, according to a government report.

9h ago