ইতিহাসের অংশ হতে পারছি দেখে ভালো লাগছে: বুবলি

শবনম বুবলি ও সাইমন সাদিক প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমায়। গত ১৪ দিন ধরে তারা শুটিং করছেন ঢাকার বিভিন্ন লোকেশনে।
Bubli
অভিনেত্রী বুবলি। ছবি সংগৃহীত

শবনম বুবলি ও সাইমন সাদিক প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন জাকির হোসেন রাজু পরিচালিত 'চাদর' সিনেমায়। গত ১৪ দিন ধরে তারা শুটিং করছেন ঢাকার বিভিন্ন লোকেশনে।

এই সিনেমায় আরো অভিনয় করছেন রাশেদ মামুন অপু, মনিরা মিঠু,সীমান্তসহ অনেকেই। সরকারি অর্থায়নে সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

বুবলি ও সাইমন সাদিক। ছবি: সংগৃহীত

সাইমন সাদিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ১৪ দিন চাদর সিনেমায় শুটিং করছি। দারুণ গল্পের একটা সিনেমা। এখানে একজন কবির চরিত্রে অভিনয় করছি আমি। দর্শকরা মুগ্ধ হবেন সিনেমাটা দেখে এইটুক বলতে পারি।'

বুবলি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বুবলি বলেন, 'গত ১৪ দিন ধরে চাদর সিনেমার শুটিং করছি। এই সিনেমায় অভিনয় করে ইতিহাসের অংশ হতে পারছি দেখে ভালো লাগছে। আমার অভিনীত চরিত্রটিতে অভিনয় করার সুযোগ আছে। 'চাদর' সিনেমাটা দিয়ে এফডিসি দীর্ঘ অনেকবছর পর সিনেমা প্রযোজনা করছে এটা সত্যি আমার জন্য ভালোলাগার ঘটনা।'

Comments

The Daily Star  | English

Malaysian PM Anwar Ibrahim arrives in Dhaka

This is the first visit by a head of a foreign government since the Yunus-led interim govt took charge

19m ago