চাঁপাইনবাবগঞ্জে ধারণ করা ‘ইত্যাদি’র বিশেষ পর্ব আগামীকাল

চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের ভেতরে আম্রকাননে ধারণ করা 'ইত্যাদি' অনুষ্ঠানের বিশেষ পর্ব প্রচার হবে আগামীকাল শুক্রবার রাত পৌনে ৯টায়।
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশিত হবে ইত্যাদিতে। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের ভেতরে আম্রকাননে ধারণ করা 'ইত্যাদি' অনুষ্ঠানের বিশেষ পর্ব প্রচার হবে আগামীকাল শুক্রবার রাত পৌনে ৯টায়।

বিষয় বৈচিত্র্যে ভরপুর 'ইত্যাদি'র এই পর্বটিতে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন আছে। এতে চাঁপাইনবাবগঞ্জ ও আম নিয়ে থাকছে দুটি তথ্যবহুল প্রতিবেদন।

বিষয় বৈচিত্র্যে ভরপুর থাকছে ‘ইত্যাদি’র এই বিশেষ পর্ব। ছবি: সংগৃহীত

এছাড়াও থাকছে যুবক ফজলে রাব্বী রবিনের সর্পপ্রীতির ওপর সচেতনতামূলক প্রতিবেদন। প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিত প্রাণ, শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদের ওপর একটি শিক্ষামূলক প্রতিবেদন।

চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানও পরিবেশিত হবে।

আগামীকাল শুক্রবার রাত পৌনে ৯টায় বিটিভিতে এই বিশেষ পর্ব প্রচারিত হবে। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলের শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি গম্ভীরা পরিবেশন করবেন।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করছেন হানিফ সংকেত। এটি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

Comments