বুবলিকে তাজমহল দেখাতে নিয়ে গিয়েছিলেন শাকিব

চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলির সন্তান ও বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা ধরনের ঘটনা সামনে এসেছে। এই দুজনার বিচ্ছেদ হয়েছে এমনো শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলি ও সন্তান শেহজাদ খান বীরের কথা স্বীকার করেছেন শাকিব খান।
শাকিব খান ও বুবলি। ছবি: বুবলির ফেসবুক পেজ থেকে নেওয়া

চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলির সন্তান ও বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা ধরনের ঘটনা সামনে এসেছে। এই দুজনার বিচ্ছেদ হয়েছে এমনো শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলি ও সন্তান শেহজাদ খান বীরের কথা স্বীকার করেছেন শাকিব খান।

রোববার বুবলি জন্মদিন ছিল। জন্মদিনের একদিন পর গতকাল সোমবার ২১ নভেম্বর সন্ধ্যায় শবনম বুবলি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজের শোবার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম। কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে। খুব প্রিয় একটি ছবি এটি আমার।'

Comments