যে কারণে শ্রাবন্তীর সঙ্গে ফেরদৌস, রোশান
কলকাতায় শুরু হয়েছে 'মীর জাফর চ্যাপটার ২' সিনেমার প্রাথমিক কাজ। সেই কাজে অংশ নিতে কলকাতায় গেছেন ফেরদৌস ও রোশান।
সিনেমায় নায়িকা হিসেবে আছেন কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। এটি পরিচালনা করছেন পরিচালক অর্কদ্বীপ।
রোশান বলেন, 'মীরজাফর চ্যাপ্টার টু সিনেমাটি ঐতিহাসিক মীর জাফরের গল্প নিয়ে। এই সময়ের যারা বিশ্বাসঘাতক তাদের দেখানোর জন্যই এমন নামকরণ করা হয়েছে। সিনেমার প্রাথমিক কিছু কাজের জন্য কলকাতায় এসেছি।'
সিনেমায় ফেরদৌসকে দেখা যাবে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার একজন প্রভাবশালীর চরিত্রে। তার বিপরীতে আছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশানের সঙ্গে জুটি বেঁধেছেন প্রিয়াঙ্কা সরকার।
আগামী বছরের ১ জানুয়ারি থেকে ভারতের মুর্শিদাবাদে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। সিনেমাটির প্রি-প্রোডাকশনের জন্য ২৬ নভেম্বর কলকাতায় গেছেন বাংলাদেশের ২ নায়ক।
Comments