‘জওয়ান’র সঙ্গে ‘সুজন মাঝি’র তুলনা হাস্যকর: ফেরদৌস

ফেরদৌস। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

'হঠাৎ বৃষ্টি' খ্যাত দুই বাংলার দর্শকপ্রিয় নায়ক ফেরদৌস অভিনীত নতুন সিনেমা 'সুজন মাঝি' মুক্তি পেয়েছে গত শুক্রবার। এ ছাড়া, তার অভিনীত মুক্তিযুদ্ধের সিনেমা '১৯৭১ সেই সব দিন' চার সপ্তাহ ধরে প্রদর্শিত হচ্ছে দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে।

'সুজন মাঝি' ঢাকাসহ দেশের ১৯টি প্রেক্ষাগৃহে চলছে। এই সিনেমার সঙ্গেই দেশে মুক্তি পেয়েছে বলিউড তারকা শাহরুখ খান অভিনীত হিন্দি সিনেমা 'জওয়ান'।

'জওয়ান'র সঙ্গে একই দিনে 'সুজন মাঝি' মুক্তি পাওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে কি না—জানতে চাইলে ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, 'জওয়ানের সঙ্গে সুজন মাঝির তুলনা করা হাস্যকর। ওদের বাজেট, ওদের মার্কেট—সবই তো বড়। এভাবে তুলনা করা ঠিক না।'

ফেরদৌস। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

তিনি বলেন, 'করোনার সময় সবকিছু বন্ধ ছিল, সিনেমা হলও। তখন হল মালিকরা দাবি করেছিলেন, বিদেশি সিনেমা আমদানির। তারা এটাও বলেছিলেন যে হল বাঁচাতেই এই উদ্যোগ নিচ্ছেন তারা। অন্তত ২ বছর দেখা হবে।'

'ভারতীয় সিনেমা এ দেশে প্রদর্শনের বিষয়ে যতটুকু জানি, নীতিমালায় আছে যে কোনো উৎসবে এসব সিনেমা চলবে না। এখন দেখছি বাংলাদেশের সিনেমার সঙ্গে একই দিনে ভারতীয় সিনেমা মুক্তি পেল। এ বিষয়ে নীতিমালায় কি আছে জানি না। না জেনে মন্তব্য করতে চাই না,' যোগ করেন তিনি।

'ভালো সিনেমার জোয়ার সব সময় থাকে' উল্লেখ করে তিনি বলেন, 'সিনেমা ভালো হলে সে চলবেই, এটা পরীক্ষিত। গত ২ বছরের ঈদেও আমরা সেটা দেখেছি। দর্শক ভালো সিনেমা দেখতে চান।'

উদাহরণ হিসেবে '১৯৭১ সেই সব দিন' সিনেমার প্রসঙ্গে টেনে ফেরদৌস বলেন, 'মুক্তিযুদ্ধের এই সিনেমাটি টানা চার সপ্তাহ ধরে চলছে এবং খুব ভালোভাবেই চলছে।'

সর্বশেষ ফেরদৌস বলেন, 'বাংলাদেশে অনেক মেধাবী ও গুণী পরিচালক আছেন, ভালো স্ক্রিপ্ট রাইটার আছেন। শুধু দরকার ভালো গল্প, ভালো বাজেট, ভালো মার্কেটিং। দেখুন, আমাদের সিনেমা কিন্তু বিশ্ব বাজার ধরতে শুরু করেছে। মানুষকে হলমুখি করতে হবে। ভালো সিনেমা দিয়ে প্রতিযোগিতা করতে হবে। আমি চাই সুস্থ প্রতিযোগিতা হোক। সুন্দরের প্রতিযোগিতা হোক।'

 

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

16h ago