সেলিনা হোসেনের ‘যাপিত জীবন’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে আফজাল হোসেন

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলেচিত উপন্যাস ‘যাপিত জীবন’। দেশ ভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে এই উপন্যাসে।
যাপিত জীবন চলচ্চিত্রের শুটিংয়ে আফজাল হোসেন
যাপিত জীবন চলচ্চিত্রের শুটিংয়ে আফজাল হোসেন। ছবি: সংগৃহীত

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলেচিত উপন্যাস 'যাপিত জীবন'। দেশ ভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে এই উপন্যাসে।

'যাপিত জীবন' অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন হাবিবুল ইসলাম হাবিব। সরকারি অনুদানের নির্মিত হবে চলচ্চিত্রটি। 

নতুন চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। তার চরিত্রের নাম সোহরাব।

আফজাল হোসেন গতকাল রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, 'যাপিত জীবন' অসাধারণ একটি উপন্যাস। আমার চরিত্রের নাম সোহরাব। বাবার চরিত্র সেটি। আমি বাবার চরিত্রে অভিনয় করছি।

আফজাল হোসেন। ছবি: সংগৃহীত

'যাপিত জীবন' সিনেমার শুটিং চলছে রাজবাড়িতে। কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান এই অভিনেতা। ফিরবেন আরও কয়েকদিন পর টানা শুটিং শেষ করে।

আফজাল হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, 'আনন্দ নিয়ে সিনেমাটি করছি। এটাই বড় বিষয়। একটি কাজ করে যদি আনন্দ পাওয়া যায় তখনই সেটি করতে ভালো লাগে। আমিও তাই করছি।'

এদিকে আফজাল হোসেন পরিচালিত মানিকের লাল কাঁকড়া সিনেমার শুটিং শেষ হয়েছে। মুক্তির মিছিলে রয়েছে সিনেমাটি।

 

 

Comments