নিজের অভিনয় দেখে বিরক্ত হই: শাহেদ আলী

শাহেদ আলী। স্টার ফাইল ফটো

এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী শাহেদ আলী। ওয়েব ফিল্ম, টিভি নাটক, মঞ্চ নাটক, চলচ্চিত্র- সব মাধ্যমেই সরব তিনি। ওয়েব ফিল্মে অভিনয় করে বছর জুড়ে আলোচনায় ছিলেন এই অভিনেতা। বর্তমানে লাল শাড়ি সিনেমাতে অভিনয় করছেন। এছাড়া নতুন একটি ধারাবাহিকের প্রচার শুরু হয়েছে। চলতি সপ্তাহে নতুন নাটক নিয়ে মঞ্চেও ফিরবেন তিনি।

ওয়েব ফিল্ম, সিনেমা ও নাটকের নানান চরিত্রে অভিনয় করেছেন। কোন চরিত্রে এখনো অভিনয় করা হয়নি?

অভিনেতা হিসেবে অনেক চরিত্র করা হয়নি। এখনো নারী চরিত্রে অভিনয় করিনি। এখনো মাাঝির চরিত্র করিনি। এখনো কৃষকের চরিত্র, অধ্যাপকের চরিত্র করিনি। আর্কিটেকচারের চরিত্র করিনি। এসব চরিত্রে অভিনয় করতে চাই।

একজন অভিনেতা হিসেবে ১০০তে নিজেকে কত নম্বর দেবেন?

নিজের অভিনয় দেখে বিরক্ত হই, অপ্রস্তুত হই। ভুলগুলো চোখে পড়ে। বার বার মনে হয় আরেকটু ভালো হতে পারত। মনে হয় আরও ন্যাচারাল হলে ভালো হত। এজন্য নিজেকে কোনো নম্বর দেব না।

ওয়েব ফিল্মে অভিনয় করে বছর জুড়ে আলোচিত হয়েছেন, এটিকে কীভাবে দেখেন?

খুব ইতিবাচকভাবেই দেখি। আমি একজন অভিনেতা, আর অভিনয়টাই মন দিয়ে করতে চেষ্টা করি। যখন চরিত্রের প্রয়োজনে পরিচালক আমাকে ডাকেন, আমি ওই চরিত্র হয়ে ওঠার শতভাগ চেষ্টা করি। পরিচালকরা আমার ওপর ডিপেন্ড করে কাস্ট করেন, এটা ভালো লাগে।

এমন কোনো চরিত্র আছে, যা দীর্ঘ দিন আপনার মধ্যে বসবাস করেছে?

আছে, অনেক চরিত্র আমার মধ্যে বসবাস করেছে। কাইজারের বুলেট চরিত্রটি আমার সঙ্গে বসবাস করেছে। রিফিউজির মুসলেম চরিত্রটি আমার সঙ্গে বসবাস করেছে। কইন্যা নাটকের কইন্যা পীর চরিত্রটিও তাই। উধাও সিনেমার বাবু চরিত্রটি অনেকদিন মনে ছিল। এরকম আরও অনেক চরিত্র আছে, যা শেষ করার পর আমার মাঝে বসবাস করেছে।

দীর্ঘ দিন ধরে কাজ করছেন, আমাদের শোবিজে কতটা পেশাদারিত্ব গড়ে উঠেছে?

প্রফেশনালিজম ডেভেলপ করেনি। নানারকম সমস্যা আছে। এটি একটি বড় সমস্যা। যার যা কাজ তা সে জানে না। সচেতনতাও দরকার, এটার অভাব। প্রডিউসারশিপ কী বেশিরভাগ তা জানেন না, বোঝেন না। অভিনয়ের ক্ষেত্রে অনেক কিছু জড়িত। সেখানে প্রফেশনালিজম দরকার বেশি।

মঞ্চে এখনো সরব, কবে থেকে মঞ্চের সঙ্গে সখ্যতা?

১৯৯৭ সাল থেকে মঞ্চে কাজ করছি। প্রাচ্যনাট আমার নাটকের দল। এই দলের হয়ে অনেকগুলো নাটকে অভিনয় করেছি। সামনে প্রাচ্যনাটের নতুন প্রযোজনার কাজ শুরু হবে। আশা করছি অভিনয় করব। প্রাচ্যনাটের সার্কাস সার্কাস, কইন্যা, রাজা এবং অন্যান্য, এ ম্যান ফর অল সিজন, দড়ির খেলা নাটকগুলোতে আমি অভিনয় করছি। মঞ্চ আমার মনের সঙ্গে গেঁথে আছে। এখানে কাজ করে যাব।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

42m ago