‘মানুষ’ সিনেমার শুটিংয়ে কলকাতায় মিম

আবারও কলকাতার সিনেমায় অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটির শুটিংয়ে অংশে নিতে ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছেন এই অভিনেত্রী।
বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

আবারও কলকাতার সিনেমায় অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটির শুটিংয়ে অংশে নিতে ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছেন এই অভিনেত্রী।

বিদ্যা সিনহা মিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি আগে জিতের সঙ্গে 'সুলতান দ্য সাভিয়র' সিনেমায় অভিনয় করেছিলাম। মানুষ সিনেমায় বেশ অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছি। বিষয়টি কাউকে জানানো হয়নি। মঙ্গলবার কলকাতায় এসেছি শুটিংয়ের জন্য।'

তিনি আরও বলেন, 'বৃহস্পতিবার থেকে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।'

সঞ্জয় সমদ্দার পরিচালিত 'মানুষ' সিনেমাটি প্রযোজনাও করেছেন জিৎ।

সিনেমাটিতে আরও অভিনয় করবেন- জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরব চক্রবর্তীসহ অনেকে।

Comments