কলকাতায় আজ মুক্তি পাচ্ছে ‘মানুষ’, পুলিশ কর্মকর্তার ভূমিকায় মিম

বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোরশেদ
বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোরশেদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা মানুষ আজ মুক্তি পাচ্ছে কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে। তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিত।

এই সিনেমার পরিচালক সঞ্জয় সমদ্দার। নতুন সিনেমা মুক্তি ও অন্যান্য বিষয় নিয়ে মিম কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

ডেইলি স্টার: কলকাতায় আজ আপনার সিনেমা মুক্তি পাচ্ছে. এ বিষয়ে আপনার একান্ত অনুভূতি প্রকাশ করুন।  

মিম : নতুন সিনেমা মানে নতুন অনুভূতি। খুব ভালো লাগছে। একটু বেশি খুশি আমি। অনেকদিন পর ভারতের কলকাতায় নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। দর্শকরা এটি ভালো ভাবে গ্রহণ করবেন এটুকু প্রত্যাশা করছি ।

মানুষ সিনেমার পোস্টার। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
মানুষ সিনেমার পোস্টার। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

মানুষ সিনেমায় দর্শকরা আপনাকে কিভাবে দেখবেন ?

এই সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। আমার ক্যারিয়ারে পুলিশ অফিসারের চরিত্রে এবারই প্রথম অভিনয়। দারুণ অভিজ্ঞতা হয়েছে। পুলিশ অফিসারের চরিত্রটি আশা করছি সবার ভালো লাগবে। চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে ।

পুলিশ অফিসারের চরিত্রটি কতটা চ্যালেঞ্জিং ছিল?

নতুন চরিত্র মানেই নতুন চ্যালেঞ্জ। বেশ প্রস্তুতি নিয়ে অভিনয় করেছি। আশা করছি ভালো হয়েছে। চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ পেলে কাজ ভালো হয়। এক কথায় বেশ চ্যালেঞ্জিং ছিল পুলিশ অফিসারের চরিত্রটি।

মানুষ সিনেমায় পুলিশের ভূমিকায় মিম। ছবি: সংগৃহীত
মানুষ সিনেমায় পুলিশের ভূমিকায় মিম। ছবি: সংগৃহীত

জিত এর সঙ্গে এটা আপনার দ্বিতীয় সিনেমা, নায়ক ও মানুষ হিসেবে তিনি কেমন?

জিত অসাধারণ একজন ভালো মানুষ। নি:সন্দেহে ভালো মানুষ। সহশিল্পী হিসেবে জিত ভীষণ ভালো । নায়ক হিসেবে তো এককথায় দারুণ । তার অনেক হিট সিনেমা রয়েছে। প্রথম তার বিপরীতে অভিনয় করেছি সুলতান সিনেমায়। বেশ সাড়া জাগানো একটি সিনেমা ছিল সেটা। এবার 'মানুষ' সিনেমায় তার সঙ্গে অভিনয় করা হলো । এখানেও জিত দুর্দান্ত অভিনয় করেছেন। পরিচালক সঞ্জয় সমদ্দার অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন ।

পরবর্তী সিনেমার শুটিং কবে শুরু হচ্ছে ?

কয়েকটি নতুন  সিনেমার অফার পাচ্ছি। আগে সবকিছু চূড়ান্ত হোক, তারপর জানাতে পারব। স্ক্রিপ্ট আসছে। সেগুলো পড়ছি। গল্প ও চরিত্র দেখছি।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

7h ago