বাংলাদেশে শাহরুখের ‘পাঠান’ মুক্তির বিষয়ে আজও সিদ্ধান্ত হয়নি

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ বাংলাদেশে মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি দেশে আনতে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় চিঠি দিয়েছে।
শাহরুখ খান, পাঠান, বলিউড,
ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত 'পাঠান' বাংলাদেশে মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি দেশে আনতে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় চিঠি দিয়েছে।

ওই প্রযোজন প্রতিষ্ঠানের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু, আজকের বৈঠকে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তথ্য মন্ত্রণালয়।

সূত্রটি আরও জানিয়েছে, সিনেমা আমদানি ও সাফটা চুক্তির বিষয়ে কিছু সমস্যা থাকায় তথ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠাবেন। তারাই 'পাঠান' বাংলাদেশে আনার বিষয়ে সিদ্ধান্ত নিবেন। 

এদিকে 'পাঠান' আগামীকাল ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। এ সিনেমায় আরও অভিনয় করেছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান ও হৃতিক রোশন।
 

Comments

The Daily Star  | English

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

1h ago