মুক্তি পেয়েছে বীরকন্যা প্রীতিলতা

ভাষা আন্দোলনের মাসে মুক্তি পেয়েছে নতুন সিনেমা বীরকন্যা প্রীতিলতা।
ছবি: সংগৃহীত

ভাষা আন্দোলনের মাসে মুক্তি পেয়েছে নতুন সিনেমা বীরকন্যা প্রীতিলতা।

আজ শুক্রবার খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস 'ভালোবাসা প্রীতিলতা' অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ।

প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা। মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। এছাড়া বিপ্লবী রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক।

এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এটি সরকারি অনুদানের সিনেমা।

আজ ৮টি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। অবশ্য পরে হল সংখ্যা আরও বাড়বে।

বীরকন্যা প্রীতিলতা সিনেমার শুটিং হয়েছে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব, আনোয়ারা, ধলঘাটে।

Comments