‘মেকআপ’ সিনেমা প্রদর্শনের অযোগ্য বলা সেন্সর বোর্ড সদস্যকে যা বললেন পরিচালক

‘মেকআপ’ সিনেমা প্রদর্শনের অযোগ্য বলা সেন্সর বোর্ড সদস্যকে যা বললেন পরিচালক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা অনন্য মামুন পরিচালিত 'মেকআপ' সিনেমা মুক্তির অযোগ্য বলে রায় দিয়েছে আপিল বোর্ড। 

গত ২১ জানুয়ারি আপিল বোর্ডের একজন সদস্য দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'মেকআপ' সিনেমাটি আপিল বোর্ড প্রদর্শনের অযোগ্য বলে রায় দিয়েছে।' 

তিনি জানান, খুব দুর্বল নির্মাণ, দুর্বল চিত্রনাট্য, বাজে শটসহ নানা কারণেই এই ছবি প্রদর্শনের অযোগ্য বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

বিষয়টি নিয়ে সিনেমাটির পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার পরিচালিত 'মেকআপ' সিনেমার 'দুর্বল চিত্রনাট্য, দুর্বল ফটোগ্রাফি নিয়ে মিথ্যাচার করেছিলেন। পরিচালক হিসেবে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি বলতে চাই সম্মানিত সদস্যের আদৌ কি চলচ্চিত্র, চিত্রনাট্য এবং সিনেমাটোগ্রাফি সম্বন্ধে কোনো ধারণা আছে। এটা আপিল বিভাগের সিদ্ধান্ত। যে সদস্য মেকআপ নিয়ে ভুল এবং মনগড়া তথ্য দিয়েছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই।'

Comments

The Daily Star  | English

Wait for justice: 21 years and counting

The final judgment in the cases is now pending with the Appellate Division as trial proceedings have been completed at the lower court and HC Division

11h ago