৩ বছর আগে বিয়ে করেছি: রোশান

চিত্রনায়ক জিয়াউল রোশান বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম তাহসিন এশা।
রোশান, জিয়াউল রোশান, তাহদিন এষা,
রোশান ও তাহদিন এষা। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক জিয়াউল রোশান বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম তাহসিন এশা। প্রেম করে ৩ বছর আগে বিয়ে করেছেন তারা।

রোশান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ৩ বছর আগে বিয়ে করেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। আমাদের জন্য দোয়া করবেন, যেন সুখে শান্তিতে থাকতে পারি।'

ঢালিউডে রোশানের অভিষেক হয় 'রক্ত' সিনেমার মাধ্যমে। এরপর 'বেপয়োয়া', 'মুখোশ', 'সাইকো' ও 'অপারেশন সুন্দরবন' সিনেমায় অভিনয় করেছেন। এ বছরের ঈদে একসঙ্গে ২টি সিনেমা 'পাপ' ও 'জ্বীন' মুক্তি পেয়েছে তার।

Comments