দেশের ৩৮ প্রেক্ষাগৃহে ‘পাঠান’, প্রথম দিনের অনেক শো’র টিকিট শেষ

শাহরুখ খান, পাঠান, দীপিকা পাড়ুকোন,
অনেক সিনেমাহলে পাঠানেরে পোস্টার টানানো হয়েছে। ছবি: স্টার

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত 'পাঠান' আগামী শুক্রবার ১২ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

সিনেমাটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া শেষ হয়েছে। মুক্তির আগে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে।

সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া হিন্দি সিনেমা আমদানি। 'পাঠান' মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে। ঢাকার স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, লায়ন; মানিকগঞ্জের নবীন; বগুড়ার মধুবনসহ দেশের অনেক প্রেক্ষাগৃহে ইতোমধ্যে পাঠানের পোস্টার টানানো হয়েছে।

পাঠান সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাঠান সিনেমাটি সারাদেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নিজস্ব সার্ভারের আওতায় পাঠান মুক্তি দেওয়া হচ্ছে; ই-টিকেটিং ও বক্স অফিস। এতে সহজেই বোঝা যাবে পাঠান কত টাকা আয় করবে। গতকাল থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে কয়েকটি শো'র টিকিট শেষ হয়ে গেছে।'

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। এতে শাহরুখ খান ছাড়া আরও অভিনয় করেছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে।

মুক্তির একমাসে সিনেমাটির আয় হাজার কোটি ছাড়ায়। বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি হওয়ার গৌরব অর্জন করেছে পাঠান।

Comments

The Daily Star  | English

123 individuals 'pushed in' from India

BGB sends protest note to BSF; border on high alert

59m ago