সিনেমা জীবনে বাংলাদেশের ভূমিকার কথা জানালেন ঋতুপর্ণা
ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বর্তমানে বাংলাদেশে আছেন। ৬ দিনের জন্য এদেশে এসেছেন। বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত পরিচালিত 'স্পর্শ' সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার জন্য তার এই আগমন।
সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে আছেন নিরব। যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির শুটিং আজ রোববার থেকে শুরু হয়েছে। সিনেমাটির শুটিং শেষ করে আগামী ১৭ আগস্ট কলকাতা ফিরে যাবেন এই অভিনেত্রী।
সিনেমাটি প্রযোজনা করছে ঢাকার অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন।
ঋতুপর্ণা সেনগুপ্ত দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখানকার মানুষদের সঙ্গে কাজ করাটা দারুণ উপভোগ করি। 'স্পর্শ' সিনেমার টিমটা খুবই ভালো। নায়ক নিরবের সঙ্গে কাজ করে আনন্দ পাচ্ছি। আমি আশাবাদী, চমৎকার একটি সিনেমা হবে। স্পর্শ কথাটার ভেতরে দারুণ একটা অর্থ লুকিয়ে আছে।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশে 'স্বামী কেন আসামী' সিনেমা দিয়ে আমার অভিষেক হয়েছিল। আমার সিনেমা জীবনে এই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যখন আমার অভিনয় জীবন শুরু করি তখন অনেক বেশি কমার্শিয়াল সিনেমা হতো। এখন বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি হচ্ছে, যা আমাদের জন্য আশার।'
Comments