বাংলাদেশে কেমন চলছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ 

স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় প্রতিদিন ১৮টি শো প্রদর্শিত হচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার। 
ছবি: সংগৃহীত

চলতি বছরের ১২ মে বাংলাদেশে 'পাঠান' মুক্তির মাধ্যমে শুরু হয়েছিল হিন্দি সিনেমা মুক্তি। শাহরুখ খান অভিনীত সিনেমাটি মোটামুটি ভালো চলেছে। তবে গত ২৫ আগস্ট দেশের ৩২টি সিনেমা হলে মুক্তি পাওয়া সালমান খানের 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমাটি তেমন সুবিধা করতে পারছে না।
 
জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় প্রতিদিন ১৮টি শো প্রদর্শিত হচ্ছে 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমার। 

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই হিন্দি সিনেমাসহ কোনো সিনেমায় আমাদের এখানে সেই অর্থে চলছে না। 'কিসি কা ভাই কিসি কি জান' কিছুটা পুরোনো সিনেমা, ওটিটি মাধ্যমেও আছে। সেই কারণে হয়তো দর্শক আসছে না।'

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সালমান খান অভিনীত এই সিনেমাটি আমাদের এখানে ভালো যাচ্ছে না। হয়তো সিনেমাটি বেশি পুরনো হয়ে গেছে বলে এই অবস্থা।'

ফরহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমায় সালমান খানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। এ ছাড়া অভিনয় করেছেন ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, জগপতি বাবু, রাঘব জুয়াল, জেসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি সতীশ কৌশিকসহ অনেকেই। 

প্রায় ২২৫ কোটি রুপিতে নির্মিত হয়েছে 'কিসি কা ভাই কিসি কি জান'। ভারত থেকে এটি মোটে ১১০ কোটি ৫৩ লাখ রুপি কালেকশন করতে পেরেছিল। বিশ্বব্যাপী কালেকশনের পরিমাণ ১৮২ কোটি রুপি। 

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks information on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

23m ago