‘ইমনকে সালমান শাহ বানিয়েছিলেন সোহানুর রহমান সোহান’

একজন পরিচালক কত বড় মনের হলে, কত গুণী হলে এই রকম নতুন নতুন মুখ উপহার দিয়ে ইতহাস সৃষ্টি করতে পারেন তার অন্যতম দৃষ্টান্ত কিন্তু সোহানুর রহমান সোহান।
সোহানুর রহমান সোহান ছিলেন শিল্পী গড়ার কারিগর: রিয়াজ
পরিচালক সোহানুর রহমান সোহান ও চিত্রনায়ক রিয়াজ। ছবি সংগৃহীত

প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ছিলেন একজন দক্ষ সংগঠকও। অনেক সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। তার পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন নায়ক রিয়াজ। পরিচালক সোহানুর রহমান সোহানকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন চিত্রনায়ক রিয়াজ।

নায়ক রিয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোহানুর রহমান সোহান ছিলেন অসম্ভব মেধাবী পরিচালক। সোহান ভাই ছিলেন তারকা পরিচালক। শিল্পী গড়ার কারিগর তিনি। অনেক শিল্পী উপহার দিয়ে গেছেন। এটা একটি রেকর্ড। সবাই এটা পারেননি। তিনি পেরেছিলেন বলেই ব্যতিক্রম।'

'সালমান শাহকে ঢাকাই সিনেমায় উপহার দিয়ে গেছেন তিনি। সালমান শাহ ক্রেজ এখনো আছে। বাংলাদেশের সিনেমার ইতিহাসে এটি একটি বড় ঘটনা। ইমনকে সালমান শাহ বানিয়েছিলেন সোহানুর রহমান সোহান। কম কথা নয়? সিনেমার ইতিহাসে এগুলো রয়ে যাবে।'

রিয়াজ বলেন, 'অন্যদিকে মৌসুমীর মতো প্রবল জনপ্রিয় তারকার আবিষ্কারকও সোহান ভাই। আরও অনেককে তিনি ফিল্মে এনেছেন তিনি। অনেকের ক্যারিয়ার গড়ে দিয়েছেন। একটার পর একটা নতুন শিল্পী এনেছেন এবং তারা দর্শকনন্দিত হয়েছেন। আমার কাছে বিস্ময় লাগে।'

একজন পরিচালক কত বড় মনের হলে, কত গুণী হলে এই রকম নতুন নতুন মুখ উপহার দিয়ে ইতহাস সৃষ্টি করতে পারেন উল্লেখ করে রিয়াজ বলেন, 'তার অন্যতম দৃষ্টান্ত কিন্তু সোহানুর রহমান সোহান। তার কর্মই তাকে বাঁচিয়ে রাখবে।'

'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমা তিনি বানিয়েছেন, যা আজ নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয়। এই একটি সিনেমা এদেশের চলচ্চিত্রের বাঁক বদলে দিয়েছিল। মুক্তির ৩০ বছর পরও মানুষ 'কেয়ামত থেকে কেয়ামত'-এর কথা মনে রেখেছে।

'শিল্পী গড়ার কারিগর সোহান ভাইয়ের পরিচলনায় আমি একটি সিনেমা করেছিলাম। আমার সৌভাগ্য সেটা। আমি, পূর্ণিমা ও আমিন খান ছিলেন ওই সিনেমায়। স্মৃতি তো আছেই। অনেক স্মৃতি জমে আছে। সেসব সুন্দর হয়ে জমে থাকুক।'

'একটি কথা বলব, সোহান ভাই, যেখানে চলে গেলেন, ভালো থাকবেন। অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রী চলে যাওয়াটা দুঃখজনক। সবকিছু সৃষ্টিকর্তা লিখে রেখেছেন। ভীষণ খারাপ লাগছে তার জন্য। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই', বলেন রিয়াজ।

আল্লাহর কাছে একটাই প্রার্থনা- সোহান ভাইকে জান্নাত নসিব করুন। তার স্ত্রীকেও জান্নাত নসিব করুন। তার পরিবার যেন এই শোক সইতে পারে।

Comments