রহস্যময় ৩ লুকে শাবনূর

তবে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন তিনি—এমন প্রশ্নই এখন দর্শকের মনে।
রঙ্গনা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত অভিনেত্রী শাবনূর 'রঙ্গনা' নামের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন। সিনেমাটি পরিচালনা করছেন আরাফাত হোসাইন।

গতকাল 'রঙ্গনা' সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে তিন লুকে দেখা গেছে শাবনূরকে। কখনো হিজাবে মুখ ঢাকা, তার চোখে প্রতিশোধের আগুন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল শাবনূর।

রঙ্গনা সিনেমার পোস্টার
রঙ্গনা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

তবে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন তিনি—এমন প্রশ্নই এখন দর্শকের মনে।

পরিচালক আরাফাত হোসাইন বলেন, দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্ত ক্ষরণের গল্প বলবে 'রঙ্গনা'। অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে '

সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন এই বিষয়ে পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করে হবে বলে জানিয়েছেন তিনি। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

Comments