‘চাতক পাখির মতো অপেক্ষা করি, কখন তার লেখা পাব’

১১ জানুয়ারি অভিনয়শিল্পী রুনা খানের জন্মদিন।
রুনা খান। ছবি: সংগৃহীত

তৌকীর আহমেদ পরিচালিত 'হালদা' সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা খান। 'ছিটকিনি' সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শকদের প্রশংসা।

'ছিটকিনি'র জন্য রুনা খান মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছেন। 

'গহীন বালুচর' সিনেমায় অভিনয়  করে সবার ভালোবাসা অর্জন করেছেন।

সিনেমা ছাড়াও মডেলিং করে পেয়েছেন বেশ পরিচিতি। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে মঞ্চ নাটকে অভিনয় করেছেন রুনা খান।

আজ ১১ জানুয়ারি জনপ্রিয় এই অভিনয়শিল্পীর জন্মদিন।

রুনা খান
রুনা খান। ছবি: সংগৃহীত

বিশেষ দিনটি কীভাবে কাটছে? জানতে চাইলে রুনা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ শুটিং নেই, বাসায় আছি। পরিবারের সবার সঙ্গে আছি। পরিবারের সবার সঙ্গে সুন্দর সময় কাটছে।'

তিনি বলেন, 'বিশেষ দিনে গুরুত্ব পাবে বিশেষ কয়েকজন মানুষ, তারা আমার পরিবারের সদস্য। এছাড়া কয়েকজন বন্ধু আছেন এই তালিকায়।'

রুনা জানান, জন্মদিনে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী। তিনি স্ত্রীকে উদ্দেশ্যে করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন। 

রুনা খান বলেন, 'প্রতি বছর চাতক পাখির মতো অপেক্ষা করি। কখন তার লেখাটা পাব। ১৪ বছর ধরে এটা হয়ে আসছে। ঘরের মানুষ কী লিখল, এটা পড়ার অপেক্ষা করি, জানার অপেক্ষা করি। পড়ার পর অন্যরকম অনুভূতি কাজ করে, এবারও করেছে।'

রুনা খান
রুনা খান। ছবি: সংগৃহীত

আবার, রুনা খানের মেয়ে মায়ের জন্মদিনে কিছু কথা বলেছে, যা তার কাছে অন্যতম উপহার। রুনা বলেন, 'জন্মদিন শুরুর মুহূর্তে আমার একমাত্র মেয়ে কিছু কথা বলেছে। সে বলেছে, মা তুমি হচ্ছ আমার জীবনে নাইস পারসন, নরম মানুষ, মা তুমি স্ট্রং মানুষ। সারাজীবন এমনই থাক।'

'মেয়ের কথাগুলো আমাকে মুগ্ধ করেছে। আমার মন ভরে গেছে। আমার ৪০ বছরের জীবনে ১৩ বছরের মেয়ের কাছ থেকে পাওয়া সেরা উপহার এটা,' বলেন রুনা।

জন্মদিনের ব্যস্ততায় আজ শুটিং না রাখলেও, আগামীকাল থেকে শুটিং শুরু করবেন তিনি। 

সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় নতুন নাটক 'স্বর্ণমানবে' মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন তিনি।

এ বছর 'স্বর্ণমানব' নাটকের সিকুয়েল আসতে যাচ্ছে। সহশিল্পী মোশাররফ করিম সম্পর্কে রুনা বলেন, 'মোশাররফ ভাই এমন একজন অভিনেতা, তিনি যখন অভিনয় করেন ক্যামেরার সামনে, সহশিল্পী হিসেবে আমাকে বেশি কিছু করতে হয় না। সংলাপগুলো বলে গেলেই হয়। তার অভিনয়ের ক্ষমতা খুবই প্রখর। তার সঙ্গে অভিনয়ে শুধু রিঅ্যাকশন দিলেই হয়।'

নিজের সম্পর্কে রুনা বলেন, 'ব্যক্তিগতভাবে আমি খুব পজিটিভ মানুষ। ইতিবাচক ভাবনা ভাবতেই পছন্দ করি। ভালো ভালো কাজ করার স্বপ্ন দেখি।'

Comments

The Daily Star  | English
Indian Padma Vibhushan industrialist Ratan Tata dies at 86

Ratan Tata passes away

India’s top industrialist and Tata Sons Chairman Emeritus Ratan Tata died in a hospital in Mumbai last night, the company said.

4h ago