ঢাকায় দর্শকদের সঙ্গে নিজের সিনেমা দেখবেন অঞ্জন দত্ত

অঞ্জন দত্ত
অঞ্জন দত্ত। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের সঙ্গে বসে নিজের সিনেমা 'চালচিত্র এখন' উপভোগ করবেন অঞ্জন দত্ত। 

সিনেমা দেখার পর দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি।

আগামী শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সিনেমাটির প্রদর্শনীর সময় উপস্থিত থাকবেন অঞ্জন দত্ত। পরদিন একই মিলনায়তনে মাস্টার ক্লাসে থাকবেন অঞ্জন দত্ত।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকদের পক্ষ থেকে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানানো হয়েছে।

গত শনিবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠে। শুরুর দিন থেকেই দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে এই উৎসব। 

৯ দিনব্যাপী এবারের উৎসবে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র। এর মধ্যে বিদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি এবং বাংলাদেশের চলচ্চিত্র ৭১টি।

এর মধ্যে আজ মঙ্গলবার বিকেলে উৎসবের অন্যতম ভেন্যু অলিয়ঁস ফ্রঁসেজে অঞ্জন দত্ত পরিচালিত 'চালচিত্র এখন' সিনেমার প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

১৯৮১ সালে মৃণাল সেনের নির্দেশনায় বড় পর্দায় মুক্তি পেয়েছিল 'চালচিত্র'। সিনেমাটিতে অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত। 

মৃণাল সেনের সঙ্গে নিজের জীবনের গল্প নিয়ে অঞ্জন দত্ত নির্মাণ করেছেন 'চালচিত্র এখন'।

Comments

The Daily Star  | English

Will resign if any pressure from govt regarding polls: CEC

He has issued a stern warning against any kind of irregularity ahead of the polls

11m ago