৫০ দিন একই গেটআপে ছিলাম: রাশেদ মামুন অপু

রাশেদ মামুন অপু। ছবি: সংগৃহীত

রাশেদ মামুন অপু নাটকের মানুষ হলেও সিনেমায় বেশি সরব কয়েকবছর ধরে। তার অভিনীত অনেকগুলো সিনেমাই মুক্তি পেয়েছে এবং তিনি দর্শকপ্রিয়তাও পেয়েছেন। পরাণ, দামাল, প্রহেলিকা—তার ক্যারিয়ারের আলোচিত সিনেমা। ওয়েব ফিল্মেও তিনি খুব সরব। সবশেষ 'গোলাম মামুন' ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

আসছে ঈদে অপু অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটি সিনেমার নাম শিহাব শাহীন পরিচালিত 'দাগি' এবং অপরটি হচ্ছে জংলি।

'দাগি' সিনেমার শুটিং শেষ করেছেন সম্প্রতি। এই সিনেমার শুটিং শুরু করেছিলেন সৈয়দপুরে এবং শেষ করেছেন ঢাকা শহরে। প্রায় দুই মাস শুটিং করেছেন। তবে, মাঝে বিরতিও ছিল অল্প কয়েকদিনের।

রাশেদ মামুন অপু বলেন, ৫০ দিনের একটা জার্নি ছিল। মাঝে বিরতি ছিল। জার্নিটা ভালো ছিল। বিরতির সময় অন্য কোনো কাজ করিনি।

কেন করেননি, জানতে চাইলে তিনি বলেন, গেটআপ থেকে বের হতে চাইনি। একই গেটআপে অন্য কাজ করা সম্ভব না। সেজন্য ৫০ দিন একই গেটআপে ছিলাম।

ছবি: সংগৃহীত

'দাগি' সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তার সম্পর্কে রাশেদ মামুন অপু বলেন, আফরান নিশো অনেক ব্রিলিয়ান্ট অভিনেতা। তার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা খুব ভালো। এছাড়া, তমা মীর্জার সঙ্গে প্রথম কাজ করলাম। সব মিলিয়ে এই সিনেমায় কাজ করার অভিজ্ঞতা খুব ভালো।

সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। তার সম্পর্কে রাশেদ মামুন অপু বলেন, শিহাব শাহীন আমার থিয়েটারের বড় ভাই। দেশ নাটকে আমরা অনেকদিন একসঙ্গে কাজ করেছি। পরিচালক শিহাব শাহীনকে ফাঁকি দেওয়া কঠিন। শুটিং করার সময় তাকে ভয় পাই।

ভয় পাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, তাকে ফাঁকি দেওয়া যায় না। একটু এদিক-সেদিক হলেই বকা দেন। তার পরিচালনায় সবশেষ প্রচার হয়েছে গোলাম মামুন। তাছাড়া, সিন্ডিকেট করেছি। এবার দাগি করলাম। অসম্ভব ভালো নির্মাতা।

'দাগি' সিনেমায় রাশেদ মামুন অপু নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। বিষয়টি নিয়ে তিনি বলেন, এখানেও নেতিবাচক চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন। উপভোগ করেছি কাজটি।

শুটিং শেষ করার পর এখনো কি চরিত্রটি আপনার ভেতরে বসবাস করছে, জানতে চাইলে এই অভিনেতা বলেন, বাসায় এসে আয়নার সামনে দাঁড়ানোর পর চরিত্রটিকে খুব মনে পড়ছে। চরিত্রটি এখনো আমার মাঝে বসবাস করছে।

অন্যদিকে এবারের ঈদে 'জংলি' সিনেমায় নতুন একটি চরিত্রে দর্শকরা তাকে দেখবেন। জংলি সিনেমায় নায়ক হিসেবে আছেন সিয়াম আহমেদ।

জংলি সিনেমার চরিত্র নিয়ে অপু বলেন, জংলি সিনেমায় আমার চরিত্রটি মফস্বলের সাংবাদিকের। পাশাপাশি একজন টিকটকারও। এই চরিত্রটিও উপভোগ করেছি।

সুস্ময় সুমনের পরিচালনায় একটি এক ঘণ্টার নাটকের শুটিংও করেছেন রাশেদ মামুন অপু। নাটকের নাম 'কথার কি ছিরি'। ঈদে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে।

'ঈদে আরও কিছু কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে', যোগ করেন এই অভিনেতা।

Comments

The Daily Star  | English

Bangladesh demands $4.52 billion in financial claims from Pakistan

"We raised the historical unsettled issues with Pakistan, including a formal public apology," says foreign secy

38m ago