১ সপ্তাহে যমুনায় ১ মিটার পানি বেড়েছে
উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলের পানিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত ১ সপ্তাহ ধরে বাড়ছে। তবে, সেই পানি বিপৎসীমা অতিক্রম করার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সিরাজগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে, যমুনা নদীর হার্ড পয়েন্টে আজ মঙ্গলবার সকালে পানি ১১ দশমিক ৯৩ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার প্রায় ১ দশমিক ৪২ মিটার নিচে। এ ছাড়া, কাজিপুর পয়েন্টে পানি ১৩ দশমিক ৭৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ১ দশমিক ৪৯ মিটার নিচ দিয়ে।
সিরাজগঞ্জ পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ৩১ আগস্ট থেকে নদীতে পানি বাড়ছে। ১ সপ্তাহে নদীতে প্রায় ১ মিটার পানি বেড়েছে। আরও প্রায় ১ সপ্তাহ ধরে পানি বাড়বে।'
'তবে, পানি বাড়লেও বন্যার কোনো আশঙ্কা নেই এবং পানি বিপৎসীমার ওপরে পৌঁছাবে না। ভারতের উজানে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণেই যমুনা নদীতে পানি বাড়ছে', বলেন তিনি।
যমুনায় পানি বাড়ার প্রভাবে বড়াল, করতোয়া, ফুলজরসহ সিরাজগঞ্জের অভ্যন্তরীণ নদ-নদীগুলোর পানিও বেড়েছে বলে জানিয়েছে পাউবো।
Comments