ঘূর্ণিঝড় সিত্রাং এখন দুর্বল নিম্নচাপ: আবহাওয়া অধিদপ্তর

ছবি: হাবিবুর রহমান/স্টার ফাইল ফটো

ঘূর্ণিঝড় সিত্রাং ক্রমশ দুর্বল হয়ে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া বরাবর গিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-সিলেট হয়ে মেঘালয়, ত্রিপুরা বরাবর গিয়ে আরও দুর্বল হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'বায়ুচাপের আধিক্যের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সারা দেশে এখন মেঘলা আকাশ। কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সারাদিন এই বৃষ্টি হতে পারে।'

দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর জন্য বিশেষ কোনো বার্তা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'কোনো জেলার জন্যই বিশেষ কোনো বার্তা নেই। কারণ সিত্রাং দুর্বল হয়ে পড়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।'

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
Hilsa fish production in Bangladesh

Hilsa: From full nets to lighter hauls

This year, fishermen have been returning with lesser catches and bigger losses.

12h ago