চরফ্যাশনে পানিবন্দি ১০ হাজার মানুষ

ভোলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জোয়ার ও অবিরাম বর্ষণে নিচু চরগুলো ডুবে অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
ভোলার চরফ্যাশনে ১০৯ নম্বর দক্ষিণ আসলামপুর আশ্রয়কেন্দ্র। ছবি: মনির উদ্দিন অনিক

ভোলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জোয়ার ও অবিরাম বর্ষণে নিচু চরগুলো ডুবে অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান দ্য ডেইলি স্টারকে জানান, চর পাতিলা, ঢালচর, চর নিজামসহ বেশ কিছু চর জোয়ারের পানিতে ৩-৫ ফুট তলিয়ে গেছে। এতে অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

তিনি আরও জানান, 'তাদের মধ্যে অন্তত ২ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন।'

 

Comments