ঝড়ো বাতাসে গাছ ভেঙে ভোলা ও বরগুনায় ৩ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসে গাছচাপায় ভোলায় ২ জন ও বরগুনায় ১ জনের মৃত্যু হয়েছে।
ছবি: হাবিবুর রহমান/স্টার ফাইল ফটো

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসে গাছচাপায় ভোলায় ২ জন ও বরগুনায় ১ জনের মৃত্যু হয়েছে। 

ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান, ঝড়ো বাতাসে গাছচাপা পড়ে বিবি খাদিজা (৮০) ও মনির হোসেন (৩০) নামে দুজন মারা গেছেন।  

জানা গেছে, ঝড়ো বাতাসে ঘরের চালে গাছ ভেঙে পড়লে এতে চাপা পড়ে খাদিজা আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি গাছের ডাল ভেঙে গায়ে পড়লে আহত হন মনির। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এছাড়া গাছচাপায় বরগুনা সদর উপজেলার বুড়ির চর এলাকায় আমেনা বেগম (১১৫) নামে এক শতবর্ষীর মৃত্যু হয়েছে। রাত ৮টার দিকে ঝড়ো বাতাসে ঘরের চালের ওপর গাছ পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'ঝড়ের প্রভাবে তীব্র বাতাসের কারণে তাকে বাড়ির অদূরে একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাবার জন্য পরিবারের লোকজন প্রস্তুতি নিচ্ছিল। সেসময় নাতি সোহেল তাকে ভাত খাওয়াচ্ছিলেন। ভাত খাওয়া শেষ হলেই তাকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হতো। কিন্তু হঠাৎ পাশের চাম্বল গাছ ভেঙে পড়লে সোহেল লাফ দিয়ে ঘর থেকে বের হতে পারলেও বৃদ্ধা গাছের নিচে চাপা পড়ে মারা যান।' 

Comments