ঘূর্ণিঝড় মোখা

চাক্তাই-খাতুনগঞ্জ থেকে পণ্য সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় গুদাম থেকে পণ্য সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন দেশের ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিতে বাজার কমিটির পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় গুদাম থেকে পণ্য সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন দেশের ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।

আজ শনিবার সকাল থেকেই এ বাজারের প্রায় কয়েক হাজার ব্যবসায়ী নিজেদের গুদামঘর উঁচু করার পাশাপাশি পচনশীল পণ্য সরিয়ে নিচ্ছেন।

ব্যবসায়ীরা জানান, সাধারণত জোয়ারের পানিতেই এ বাজারের বেশিরভাগ দোকান ও গোডাউনে পানি উঠে। ফলে ঘূর্ণিঝড় মোখার বিষয়ে তারা আরও বেশি সতর্ক।

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিতে বাজার কমিটির পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বলেও জানান তারা।

খাতুনগঞ্জের মোহাম্মদীয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মিন্টু সওদাগর দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাজারে বেশিরভাগ দোকান ও গোডাউন ৩ থেকে ৪ ফুট উঁচু করে পণ্য রাখা হয়েছে। তাছাড়া পচনশীল পণ্য পেঁয়াজ, রসুন ও আদাসহ অন্যান্য পণ্য নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।'

Comments