এক মাসের মধ্যে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে: মেয়র

কালুরঘাট ফেরিঘাট পরিদর্শনে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। ছবি: স্টার

চার দিনের জলাবদ্ধতায় বন্দরনগরীর ৫০ দশমিক ৭০ কিলোমিটার সড়ক, ২ দশমিক ১৯৯ কিলোমিটার নর্দমা এবং ১ দশমিক ৯৯৩ কিলোমিটার ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, 'পানি নেমে যাওয়ার পর দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ায় এক মাসের মধ্যে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।'

গত চার দিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজ শুক্রবার জলাবদ্ধতায় নগরীর ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন করেন মেয়র। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ ছাড়াও, চসিক মেয়র কালুরঘাট ফেরিঘাট পরিদর্শনে গিয়ে দুটি ফেরির মধ্যে একটি নষ্ট হওয়ায় ভোগান্তিতে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সড়ক ও জনপথ বিভাগকে জনস্বার্থে দ্রুত আরেকটি ফেরি চালুর নির্দেশ দেন।

এসময় মেয়র বলেন, 'পানি নামার সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ে আমরা নগরীর ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ নির্ধারণে জরিপ চালিয়ে জেনেছি- নগরীতে ৫০ দশমিক ৭০ কিলোমিটার সড়ক, ২ দশমিক ১৯৯ কিলোমিটার নর্দমা ও ১ দশমিক ৯৯৩ কিলোমিটার ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত সড়ক, নর্দমা ও ফুটপাত মেরামতে অন্তত ৫৯ কোটি টাকা ব্যয় হবে বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আশা করি এক মাসের মধ্যে নগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।'

বিকেলে পূর্ব ষোলশহর ওয়ার্ড ও মোহরা ওয়ার্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন মেয়র। এসময় সামর্থ্যবানদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

49m ago