ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

আজ সোমবার রাত ৮টা ৫১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৮টা ৫১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী জহিরুল ইসলাম জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

তিনি জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামের দিকে। সুনির্দিষ্ট স্থান এখনো জানা যায়নি। উৎপত্তির সুনির্দিষ্ট স্থান জানতে কাজ চলছে।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

সিলেট, গাজীপুর, মৌলভীবাজার, কুমিল্লা, কুড়িগ্রাম, চট্টগ্রাম, ময়মনসিংহ থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ থেকে ১৫ কিলোমিটার দূরে। তাদের হিসাব অনুযায়ী রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ দশমিক ১ কিলোমিটার গভীরে। বাংলাদেশের পাশাপাশি ভারত, মিয়ানমার ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।
 

Comments