জামালপুর

ব্রহ্মপুত্রে হঠাৎ ভাঙন, নদীগর্ভে অন্তত ৬০ বাড়িঘর

পানি উন্নয়ন বোর্ড ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেললেও, ভাঙন ঠেকানো যাচ্ছে না।
দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দাবাড়ীর অন্তত ৬০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে নদের পানি বেড়ে গিয়ে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে।

উপজেলার সানন্দাবাড়ীর অন্তত ৬০টি পরিবার নদীভাঙনের শিকার হয়েছেন। চর আমখাওয়া ইউনিয়নের ২ ও ৫ নম্বর ওয়ার্ডের বড় অংশ ইতোমধ্যে ভেসে গেছে। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেললেও, ভাঙন ঠেকানো যাচ্ছে না। অনাকাঙ্ক্ষিত ভাঙন সামলাতে হিমশিম খাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা।

ইতোমধ্যে শত একরের বেশি আবাদি জমি নদীতে বিলীন হয়েছে এবং ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কয়েকটি গ্রাম বিলীন হওয়ার হুমকিতে আছে।

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই এলাকা রক্ষার জন্য শিগগির স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন।' 

যোগাযোগ করা হলে জেলা পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'নদীভাঙন ঠেকাতে আমরা এর আগে ১৬০ মিটার এলাকাজুড়ে ১৩ হাজার জিও ব্যাগ সেট করেছি। কিন্তু অন্তত ২০ মিটার এলাকার জিও ব্যাগ ভেসে গেছে নদীর স্রোতে।'

নদীভাঙন সমস্যা সমাধানে শিগগির স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।

জানতে চাইলে দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা ডেইলি স্টারকে বলেন, 'নদীভাঙন থেকে গ্রামগুলোকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments