ঘূর্ণিঝড় রিমাল

বাগেরহাটে ভেসে গেছে ৩৫ হাজার মাছের ঘের

ঝড়ের কারণে জেলার অন্তত ৪৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন। এর ভেতর ১০ হাজার ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের কারণে পানিবন্দি হয়ে পড়েছে জেলার ৫০ হাজার পরিবার। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় জেলা বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রিমালের প্রভাবে জোয়ারের পানিতে জেলার বিভিন্ন অঞ্চলের বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে ৩৫ হাজার মাছের ঘের।

এতে প্রায় ৭৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন জেলা মৎস কর্মকর্তা এ এস এম রাসেল।

এদিকে ঝড়ের কারণে জেলার অন্তত ৪৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন। তিনি বলেন, এর ভেতর ১০ হাজার ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

জেলা প্রশাসক জানান, ঝড়ে হাজার হাজার গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় পুরো জেলা এখন বিদ্যুৎবিচ্ছিন্ন। জেলার প্রায় শতাধিক গ্রাম ছয় থেকে আট ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছ অন্তত ৫০ হাজার পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় হাজার হেক্টর জমির ফসল।

খালিদ হোসেন বলেন, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব এটি। দুর্যোগ কমে গেলে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করে জানানো হবে।

এছাড়া মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

 

Comments