ঘূর্ণিঝড় রিমাল: খুলনায় কৃষিতে ক্ষতি ৪২ কোটি ৯৮ লাখ টাকা

খুলনায় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি কলা বাগান। ছবি: হাবিবুর রহমান/স্টার

ঘূর্ণিঝড় রিমালের কারণে খুলনায় ধান, পাট, সবজিসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার পাইকগাছা, কয়রা, দাকোপ উপজেলার বেড়িবাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। ফলে জমিতে থাকা ফসল লবণের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবজি-ভাণ্ডার নামে পরিচিত ডুমরিয়া উপজেলায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হবে।

খুলনা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৬৮ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

এর মধ্যে ৬৩৯ দশমিক ১৫ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে এবং মোট ক্ষতির পরিমাণ ৪২ কোটি ৯৮ লাখ টাকা।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির খেত। মোট ৫৯৭ হেক্টর সবজির খেত এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, পাট খেত ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ হেক্টর।

মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৩ হাজার ৭৯৬ জন।

খুলনার বটিয়াঘাটা উপজেলার খলসি বুনিয়া গ্রামের পবিত্র রায় বলেন, 'বৃষ্টিতে আমার ৪ শতাংশ সবজির খেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাছাড়া চারিদিকে তিলের মাঠ পানিতে ডুবে গেছে। তিলের জমিতে একটুও পানি জমলে সেই তিল বাঁচানো যায় না। আমাদের গ্রামের তিনটি খাল দখল-ভরাট হয়ে যাওয়ায় সেখান দিয়ে পানি নামতে পারে না। যার কারণে আমাদের পাট খেতও ডুবে গেছে।'

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, 'খুলনায় ১ হাজার ৬৮ হেক্টর জমির ফসল ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে। আউশের বীজতলা, তিল, মুগডাল, মরিচ, আদা, হলুদ, চিনাবাদাম, ভুট্টা, পেঁপে, কলা, পান ও আখ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।'

'আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা ঢাকায় পাঠিয়েছে। তাদের প্রণোদনা দিয়ে সহায়তার জন্য সুপারিশ করা হয়েছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Time’s List: Yunus among 100 most influential people

Chief Adviser Prof Muhammad Yunus has been named among TIME magazine’s 100 Most Influential People of 2025.

1h ago