জামালপুরে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপরে যমুনা, দুর্ভোগে ২২ হাজার পরিবার

বন্যার পানি বাড়ায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন দুর্গতরা। ছবি: স্টার

উজান থেকে নেমে আসা পানির কারণে জামালপুরে বন্যার সার্বিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৩১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পানি বৃদ্ধিতে গ্রাম প্লাবিত হয়ে ইসলামপুরের একটি সড়ক ডুবে গেছে। ছবি: স্টার

আগামী চার দিন বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

পানি বাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকার ৫০টি প্রাথমিক বিদ্যালয় ও ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) আলমগীর হোসেন ডেইলি স্টারকে জানান, বন্যায় জেলার ছয়টি উপজেলার ৪২টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভার প্রায় ২২ হাজার ৬৫ পরিবারের প্রায় ১ লাখ ১৩ হাজার ৬৯০ জন দুর্ভোগে পড়েছেন।

বন্যায় ক্ষতিগ্রস্তরা গবাদি পশুসহ প্লাবিত ঘরবাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়িতে, রাস্তা, ডাইক, উঁচু মাঠ, সেতু ও রেলস্টেশনে আশ্রয় নিয়েছেন। পানীয় জল ও টয়লেট সুবিধার তীব্র সংকটে দিন কাটছে তাদের।

ইতোমধ্যে বন্যার্তদের জন্য ৩০০ মেট্রিক টন চাল ও ৩ হাজার ৪০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে, ১১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানান ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।

 

Comments

The Daily Star  | English

The silent emergency: Politicisation of our healthcare sector

The erosion of trust in doctors is creating crisis for the healthcare sector.

6h ago